Country

2 hours ago

Goa Statehood Day: গোয়ার স্বাধীনতার জন্য ‘মহাত্মাদের’ স্মরণ করলেন শাহ

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর : আন্তরিক কৃতজ্ঞতার সাথে, আমি গোয়ার স্বাধীনতার জন্য যারা অপরিসীম যন্ত্রণা সহ্য করেছেন, সেই সকল মহাত্মাদের প্রতি প্রণাম জানাই। বৃহস্পতিবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি লিখেছেন, গোয়া মুক্তি দিবসে গোয়ার জনগণকে শুভেচ্ছা। বর্তমান প্রজন্ম হয়তো জানে না যে ১৯৬১ সাল পর্যন্ত গোয়া ভ্রমণের জন্য ভারতীয়দের অনুমতি নিতে হত। প্রভাকর বৈদ্য, বালা রায়া মাপাড়ি, নানাজি দেশমুখ, এবং জগন্নাথ রাও জোশী-র মতো অনেক মহান ব্যক্তিত্ব এর বিরুদ্ধে দাঁড়িয়ে গোয়ার মুক্তির জন্য লড়াই করেছিলেন। আমাদের দেশপ্রেমিকদের অনেক ত্যাগের পর, গোয়া ভারতের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়।

You might also like!