Game

1 hour ago

IPL 2026: কলকাতা নাইট রাইডার্সদের কার পারিশ্রমিক কত

Kolkata Knight Riders
Kolkata Knight Riders

 

মুম্বই, ১৮ ডিসেম্বর : এবারের নিলামে সর্বোচ্চ ২৫ কোটি ২০ লাখ টাকা খরচ করে ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যা অজি অলরাউন্ডারকে বানিয়ে দিয়েছে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়। তবে নিয়মের গ্যাড়াকলে তার পারিশ্রমিক থেকে কাটা যাবে বড় একটা অংশ।

বিসিসিআই নিলামের আগেই ঘোষণা করেছে , কোনও বিদেশি ক্রিকেটারের দর যতই উঠুক না কেন, ১৮ কোটি টাকার বেশি পাবেন না। এই এক নিয়মেই ক্যামেরন গ্রিনের পারিশ্রমিক কমছে ৭ কোটি ২০ লাখ টাকা। ফলে ২৫ কোটি ২০ লাখ টাকা দাম পেলেও তার পারিশ্রমিক হবে ১৮ কোটি। বাকি অর্থটা বিসিসিআই ক্রিকেটারদের কল্যাণমূলক কাজের পেছনে খরচ করবে।

এক নজরে ২০২৬ আসরে কলকাতা স্কোয়াডের ২৫ খেলোয়াড়ের পারিশ্রমিক:

১ ক্যামেরন গ্রিন ১৮ কোটি

(নিলাম মূল্য ২৫ কোটি ২০ লাখ)

২ মাথিশা পাথিরানা ১৮ কোটি

৩ রিঙ্কু সিং ১৩ কোটি

৪ সুনীল নারিন ১২ কোটি

৫ বরুণ চক্রবর্তী ১২ কোটি

৬ মোস্তাফিজুর রহমান ৯ কোটি ২০ লাখ

৭ হার্শিত রানা ৪ কোটি

৮ রামানদীপ সিং ৪ কোটি

৯ তেজস্বী দাহিয়া ৩ কোটি

১০ অঙ্কৃশ রঘুবংশী ৩ কোটি

১১ রাচিন রবীন্দ্র ২ কোটি

১২ ফিন অ্যালেন ২ কোটি

১৩ বৈভব অরোরা ১ কোটি ৮০ লাখ

১৪ রভম্যান পাওয়েল ১ কোটি ৫০ লাখ

১৫ টিম সেইফার্ট ১ কোটি ৫০ লাখ

১৬ আজিঙ্কা রাহানে ১ কোটি ৫০ লাখ

১৭ আকাশ দীপ ১ কোটি

১৮ রাহুল ত্রিপাঠি ৭৫ লাখ

১৯ মনিশ পান্ডে ৭৫ লাখ

২০ উমরান মালিক ৭৫ লাখ

২১ অনুকুল রায় ৪০ লাখ

২২ সার্থক রঞ্জন ৩০ লাখ

২৩ দাক্শ কামরা ৩০ লাখ

২৪ প্রশান্ত সোলানকি ৩০ লাখ

২৫ কার্তিক ত্যাগী ৩০ লাখ

উল্লেখ্য,আইপিএলের ১৯তম আসর শুরু হবে ২০২৬ সালের ২৬ মার্চ। ১০ দলের টুর্নামেন্টের পর্দা নামবে ৩১ মে।

You might also like!