
নয়াদিল্লি ও জয়পুর, ১৫ ডিসেম্বর : রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে এক্স মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, "রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জি-কে জন্মদিনের শুভেচ্ছা। রাজ্যের উন্নয়ন যাত্রায় প্রাণশক্তি যোগাতে এবং যুবসমাজের স্বপ্ন পূরণে তিনি উল্লেখযোগ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।" রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং তাঁর স্ত্রী গীতা শর্মা এদিন সকালে জয়পুরের গোবিন্দ দেব জি মন্দিরে পূজার্চনা করেন। মুখ্যমন্ত্রী শর্মা সোমবার তাঁর জন্মদিন উদযাপন করছেন এবং রাজ্যে তাঁর সরকারের দুই বছর পূর্ণ হয়েছে।
Best wishes to Rajasthan CM Shri Bhajanlal Sharma Ji on his birthday. He is making noteworthy efforts to add vigour to the state’s development journey and fulfil the dreams of the youth. May he be blessed with good health and a long life.@BhajanlalBjp
— Narendra Modi (@narendramodi) December 15, 2025
