West Bengal

1 hour ago

Northwest India to be affected by western storm:পশ্চিমী ঝঞ্ঝায় প্রভাবিত হবে উত্তর-পশ্চিম ভারত, বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা

Northwest India to be affected by western storm
Northwest India to be affected by western storm

 

নয়াদিল্লি  : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ৩-৪ দিন প্রভাবিত হবে উত্তর-পশ্চিম ভারত। বৃষ্টি ও তুষারপাতের রয়েছে সম্ভাবনা। ভারতীয় আবহাওয়া দফতর ('আইএমডি)-এর বিজ্ঞানী নরেশ কুমার বলেন, "একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যা আগামী ৩-৪ দিন ভারতের উত্তর-পশ্চিম অংশে প্রভাব ফেলবে। ফলস্বরূপ, আমরা হিমালয় অঞ্চলে হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের আশা করছি। আমরা আগামীকাল ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতেরও আশা করছি, যা কাশ্মীর উপত্যকায় প্রভাব ফেলতে পারে। উপরন্তু, সমতল অঞ্চলে, পাঞ্জাবের উত্তরাঞ্চলেও আগামী ৩-৪ দিনের মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে।"

You might also like!