Life Style News

1 hour ago

Kajal: নিত্যদিন কাজল ব্যবহারে চোখের ক্ষতি? সতর্ক করছেন চক্ষু চিকিৎসকেরা

Kajal Warning for Eyes
Kajal Warning for Eyes

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ব্যস্ত জীবনে মেকআপ করার সময় না থাকলেও অনেক মহিলার ভরসা একটিমাত্র জিনিস—কাজল। অফিস হোক কিংবা বাড়ির আশপাশে কোথাও বেরোনো, দু’চোখে সামান্য কাজল লাগালেই সাজ সম্পূর্ণ বলে মনে করেন অনেকে। কিন্তু দিনে টানা ১০ থেকে ১২ ঘণ্টা চোখে কাজল রাখা এবং রাতে না তুলেই ঘুমিয়ে পড়ার অভ্যাস চোখের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করছেন চক্ষু চিকিৎসকেরা।

চিকিৎসকদের মতে, নিয়মিত কাজল ব্যবহারে চোখে জ্বালা, লালচে ভাব, চুলকানি ও অতিরিক্ত জল পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে চোখের সংক্রমণ, কনজাঙ্কটিভাইটিস বা স্টাই (চোখের পাতা ফুলে যাওয়া) হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। বিশেষ করে নিম্নমানের বা ভেজাল কাজলে থাকা ক্ষতিকর রাসায়নিক চোখের সংবেদনশীল অংশে প্রভাব ফেলতে পারে। আরও বড় বিপদ ঘটে যখন কাজল না তুলেই ঘুমিয়ে পড়া হয়। এতে কাজলের কণা চোখের ভেতরে ঢুকে কর্নিয়ায় ক্ষত তৈরি করতে পারে। দীর্ঘদিন এমন হলে দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার ঝুঁকিও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

চোখের সুরক্ষায় চিকিৎসকদের পরামর্শ—

* ঘণ্টার পর ঘণ্টা বেশিক্ষণ চোখে কাজল পরে থাকলে অনেকের অস্বস্তি হয়। চোখে লালভাবও হতে পারে।

* কাজলে থাকা নানা উপাদানে চোখে এলার্জির সম্ভাবনাও তৈরি হয়। চোখের আশেপাশে ব়্যাশও হতে পারে।

* বর্তমানে আমাদের মোবাইলের ব্যবহার বেড়েছে। তার ফলে চোখ শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে শুধু বাড়তি স্ক্রিনটাইমের জন্য নয়, কাজল থেকেও চোখ শুষ্ক হয়ে যেতে পারে।

* কাজল পেনসিল যদি সঠিকভাবে পরিষ্কার না থাকে তাতে চোখে জীবাণু সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় বেশ খানিকটা।

* প্রতিনিয়ত বেশিক্ষণ কাজল পরে থাকার ফলে চোখের তলায় কালি পড়ে যেতে পারে। এই সমস্যা থেকে বাঁচতে তাই প্রতিদিন ভালো করে কাজল তুলে ঘুমোতে যান।

* চোখের আশপাশে সাদা ছোট ছোট ফুসকুড়ি হতে পারে। চোখে যন্ত্রণার সম্ভাবনাও থাকে।

* নিত্যদিন ব্যবহৃত কাজল চোখের পাতার ক্ষতি করতে পারে। তার ফলে চোখের পাতা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

* চোখ থেকে জল পড়ার সমস্যাও দেখা যায় অনেকেরই। এই সমস্যা দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।

* ঘণ্টার পর ঘণ্টা চোখে কাজল পড়ার ফলে আলো সহ্য করার ক্ষমতা কমতে পারে।

* কেউ কেউ আবার কাজল পরে না বেরলে আত্মবিশ্বাসের অভাবেও ভোগেন। তাই এই সমস্যাগুলি দেখা দিলে সাবধান হোন। চিকিৎসকের পরামর্শ নিন। চোখ নিয়ে অবহেলা করবেন না।

কাজল পরার পর অবশ্যই তা ভালোভাবে পরিষ্কার করুন এবং চোখে জল দিয়ে ধুয়ে নিন। এতে চোখের নানা সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যেতে পারে।

You might also like!