Life Style News

7 hours ago

DIY Remedy: রাসায়নিক ছাড়াই মুক্তি! মশা-মাছির যন্ত্রণা থেকে বাঁচতে রসুন ও লেবুর এই অব্যর্থ টোটকা কীভাবে তৈরি করবেন?

DIY Mosquito Repellent
DIY Mosquito Repellent

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতের কঠোরতা বেড়েছে। সঙ্গে সঙ্গে বেড়েছে মশা ও মাছিদের আধিক্য। সন্ধ্যা হলেই দল বেঁধে মশা ঘরে ঢুকছে। রান্নাঘরে সারাদিন মাছিরা বিচরণ করছে। এই মশা-মাছির উপস্থিতি কমাতে গৃহিণীরা বিভিন্ন ঘরোয়া টোটকা প্রয়োগ করেন। কেউ ধূপ জ্বালান, আবার কেউ তেল ব্যবহার করেন। আবার কেউ কেউ অসহ্য হয়ে দরজা-জানালা বন্ধ করে রাখতে বাধ্য হন। কিন্তু, এবার আর মন খারাপ করার কারণ নেই। কিছু অব্যর্থ প্রতিকার সম্পর্কে জেনে নিন।

রসুনের সাহায্য নিন:

মাছি তাড়াতে রসুন দারুণ উপযোগী। এ ক্ষেত্রে রসুনের জল বা রুম ফ্রেশনার ব্যবহার করতে পারেন। একটি পাত্রে দু’কাপ জল গরম করুন। তাতে কয়েক কোয়া রসুন থেঁতো করে মিশিয়ে দিন এবং কিছুক্ষণ ফুটিয়ে নিন। তারপরে জলটা ঠান্ডা স্প্রে বোতলে ভরে ঘরের চার কোণায় স্প্রে করুন। রসুনের গন্ধ কড়া হয় এবং এই গন্ধ মাছি সহ্য করতে পারেন। রান্নাঘর, ডাইনিং টেবিলেও স্প্রে করতে পারেন এই রসুন জল। এতে মাছি উড়বে না।

লেবুর রস ও লবঙ্গ:

মশা তাড়াতে লেবুর রস ও লবঙ্গের সাহায্য নিতে পারেন। একটি পাত্রে পর্যাপ্ত লেবুর রস নিন। তার মধ্যে লবঙ্গের গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণটি ঘরের কোণে ছড়িয়ে দিতে পারেন। যে সব ঘরে বেশি মশা ঘোরাঘুরি করে, সেখানে এই মিশ্রণটি ছড়িয়ে দিতে পারেন। লেবু ও লবঙ্গের গন্ধে মশা দূর পালাবে।

টি ট্রি অয়েল:

মশা-মাছি তাড়াতে টি ট্রি অয়েলের সাহায্য নিতে পারেন। টি ট্রি অয়েলের কড়া গন্ধ কীটপতঙ্গ সহ্য করতে পারে না। একটি স্প্রে বোতলে পর্যাপ্ত জল নিন। তার মধ্যে ১০-১২ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি গোটা ঘরে স্প্রে করুন। এতে ঘরের মধ্যে আর মশা-মাছি খুঁজে পাবেন না। এই টোটকায় ঘরের দুর্গন্ধও দূর হয়ে যাবে।


You might also like!