
পানাজি, ৮ ডিসেম্বর : উত্তর গোয়ায় অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রেস্তোরাঁর ৩ জন জেনারেল ম্যানেজার এবং একজন বার ম্যানেজার রয়েছেন। ৪ অভিযুক্তকে আদালতে পেশ করা হলে, বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠান।
গোয়া পুলিশ জানিয়েছে, ধৃতরা হল - দিল্লির আর কে পুরমের বাসিন্দা রাজীব মোদক (৪৯), নতুন দিল্লির মালব্য নগরের বাসিন্দা প্রিয়াংশু ঠাকুর (৩২), উত্তর প্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা রাজবীর সিংহানিয়া (৩২) এবং উত্তর প্রদেশের জৌনপুরের বাসিন্দা বিবেক সিং (২৭)। উল্লেখ্য, শনিবার গভীর রাতে উত্তর গোয়ার আরপোরায় একটি রেস্তোরাঁয় আগুন লাগে, সেই অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়।
