Game

2 hours ago

Indonesia Bus Accident: জাভায় বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু

Indonesia Bus Accident
Indonesia Bus Accident

 

জাভা, ২২ ডিসেম্বর : ইন্দোনেশিয়ার জাভায় বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। রবিবার মাঝ রাতে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ৩৪ জন যাত্রী নিয়ে বাসটি টোল রোডে নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের ব্যারিয়ারে ধাক্কা মারে এবং উল্টে যায়। আন্তঃপ্রদেশ এই বাসটি রাজধানী জাকার্তা থেকে যাচ্ছিল। সেন্ট্রাল জাভার সেমারাং শহরের ক্রাপিয়াক টোলওয়ের একটি বাঁকানো এক্সিট র‍্যাম্পে ঢোকার সময় বাসটি ধাক্কা খেয়ে উল্টে যায় বলে জানানো হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু হয়।

You might also like!