Horoscope

1 hour ago

lucky Zodiac Signs: আর মাত্র কয়েকটা দিন! সূর্যের গমনে মাটিও সোনা হবে কোন ৫ রাশির? ডিসেম্বরের মাঝামাঝি থেকে ভাগ্য খুলবে এদের

Mid-December Luck Boost for 5 Zodiac Signs
Mid-December Luck Boost for 5 Zodiac Signs

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সৌরজগতের অধিপতি সূর্য প্রতিটি রাশিতে এক মাসের কাছাকাছি সময় কাটান। এ কারণে, কোনো একটি রাশি থেকে একবার স্থান পরিবর্তন করার পর আবার সেই রাশিতে ফিরে আসতে সূর্যের মোট এক বছর সময় লাগে। বর্তমানে সূর্য বৃশ্চিক রাশিতে রয়েছে। ১৬ ডিসেম্বর সূর্য বৃশ্চিক রাশি থেকে সরে এসে ধনু রাশিতে প্রবেশ করবে। সুখ, সমৃদ্ধি, আত্মবিশ্বাস, সামাজিক প্রতিপত্তি ও কর্তৃত্বের কারক গ্রহ সূর্য ধনু রাশিতে স্থানান্তরিত হয়ে শুভ প্রভাব বিস্তার করবে। এছাড়াও, ধনু রাশিতে মঙ্গলের সঙ্গে সূর্যের মিলনের ফলে গঠিত হবে 'আদিত্য মঙ্গল যোগ'। চলুন দেখে নিই,  ডিসেম্বর থেকে কোন কোন রাশির জাতকদের সৌভাগ্যোদয় হবে।

মেষ রাশিতে সূর্যের গোচরের প্রভাব

মেষ রাশি

মেষ রাশির নবম ঘরে গোচর করবে সূর্য। এই সময় সুখ ও সমৃদ্ধিতে আপনার জীবন ভরে উঠবে। দাম্পত্য জীবনে সুখ থাকবে। সময়ের মধ্যে ব্যবসার দরকারি কাজ সম্পূর্ণ করতে পারবেন। কল্পনাশক্তি ও ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে বড় সাফল্য লাভ করতে পারবেন। আর্থিক পরিস্থিতি ভালো হবে।

সিংহ রাশিতে সূর্যের গোচরের প্রভাব

সিংহ রাশি

সিংহ রাশির পঞ্চম ঘরে গোচর করবে সূর্য। সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। সূর্যের গোচর দারুণ লাভজনক হবে এই রাশির জাতকদের জন্য। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। বুদ্ধি খাটিয়ে যে কোনও সমস্যার সমাধান খুঁজে পাবেন। আর্থিক ভাবে লাভ করবেন। ব্যবসায় মুনাফার পরিমাণ বাড়বে।

কন্যা রাশিতে সূর্যের গোচরের প্রভাব

কন্যা রাশি

কন্যা রাশির চতুর্থ ঘরে গোচর করবে সূর্য। এই সময় মনে ভরপুর আনন্দ থাকবে। কেরিয়ারে উন্নতি করবেন। সহকর্মীদের থেকে প্রয়োজনীয় সাহায্য পাবেন। আগের করা বিনিয়োগ থেকে লাভ ওঠাতে পারবেন। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা সাফল্যের পথে অনেকটাই এগিয়ে যাবেন।

ধনু রাশিতে সূর্যের গোচরের প্রভাব

ধনু রাশি

১৬ ডিসেম্বর ধনু রাশিতেই গোচর করবে সূর্য। আগামী এক মাস সূর্য থাকবে বৃহস্পতির রাশি ধনুতেই। এই সময় আপনার কাজের দক্ষতা বাড়বে অনেকটাই। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। চাকরিজীবীরা প্রোমোশন পেতে পারেন। আয় বাড়বে, এর ফলে ব্যাঙ্ক ব্যালান্স বাড়িয়ে নিতে পারবেন।

কুম্ভ রাশিতে সূর্যের গোচরের প্রভাব

কুম্ভ রাশির একাদশ ঘরে সূর্যের গোচর লাভজনক হবে এই রাশির জাতকদের জন্য। তাক লাগিয়ে দেওয়ার মতো আয় বাড়বে। অফিসে নিজের কাজের জন্য প্রশংসা পাবেন। ব্যবসায় নতুন নতুন মানুষের চেনাজানা হবে, যার ফলে ব্যবসা আরও বাড়িয়ে নিতে পারবেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে।

You might also like!