Country

1 hour ago

Devastation in Sonamarg: তুষারধসে তছনছ সোনমার্গের রিসর্ট, হতাহতের খবর নেই

Avalanche hit the tourist resort of Sonamarg
Avalanche hit the tourist resort of Sonamarg

 

শ্রীনগর, ২৮ জানুয়ারি : তুষারধসে নষ্ট হয়ে গেল জম্মু ও কাশ্মীরের সোনমার্গের একটি রিসর্ট। কয়েকদিন ধরে তুষারপাত চলছে ভূস্বর্গে। সাদা বরফের চাদরে মোড়া উপত্যকার চারিদিক। মঙ্গলবার রাতে হঠাৎ একটি তুষার ঢেউ আছড়ে পরে ওই রিসর্টে। মুহূর্তের মধ্যে সবকিছু লন্ডভন্ড হয়ে যায়। তুষার ঢেউয়ের অভিঘাত এতটাই ছিল যে কার্যত মুছে যায় রিসর্টটি। পুলিশ সূত্রের খবর, ওই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। কারওর আহত হওয়ার খবরও মেলেনি| কারণ, তুষারপাতের জেরে ওই রিসর্টে এখন কোনও পর্যটক ছিলেন না। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে তুষার টেউয়ের ছবি। ভয়ঙ্কর সেই ছবি দেখে আঁতকে উঠছেন নেট নাগরিকরা।

You might also like!