
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর : মানুষের অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি। মনরেগার নাম পরিবর্তন প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এই মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর কথায়, বিষয়টা মনরেগার নাম পরিবর্তনের কথা নয়, এটা কাজের অধিকারের কথা। তাঁরা আমাদের দেওয়া অধিকার কেড়ে নিচ্ছে। বিজেপির সমালোচনা করে বৃহস্পতিবার খাড়গে বলেন, "তাঁরা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। এটি একটি বড় সমস্যা এবং দরিদ্রদের জন্য এটি খুবই কঠিন ব্যাপার। তাই, আমরা শেষ পর্যন্ত এর জন্য লড়াই করব। আমরা পথে নেমে লড়াই করব এবং প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় আন্দোলন হবে।" উল্লেখ্য, মনরেগার নাম বদল ইস্যুতে বৃহস্পতিবারও সংসদ চত্বরে বিক্ষোভ দেখান বিরোধীরা।
