
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এবার দিল্লির রাজপথে বড়সড় বিক্ষোভ। সম্প্রতি প্রতিবেশী দেশে দীপু দাস নামের এক যুবককে পৈশাচিক কায়দায় খুন ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে ভিএইচপি এবং বজরং দল। মঙ্গলবার দিল্লির বাংলাদেশ হাই-কমিশনের সামনে এই বিক্ষোভ ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। প্রতিবাদকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি উঁচিয়ে জনতাকে সরিয়ে দেয়।
***[আমাদের হাতে আসা সাম্প্রতিক খবরের প্রাথমিক আপডেটটি এখানে দেওয়া হলো। আমাদের প্রতিনিধিরা এই ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন। খুব দ্রুতই আপনারা এই খবরের পূর্ণাঙ্গ বিবরণ এখানে দেখতে পাবেন। সঠিক ও যাচাইকৃত খবর পেতে কিছুক্ষণ পর আমাদের এই পেজটি আবার দেখুন।অনলাইন দুনিয়ায় ছড়িয়ে পড়া গুজবের ভিড়ে সঠিক সংবাদ পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। আমরা প্রতিটি তথ্যের সত্যতা নিশ্চিত করে তবেই তা আপনাদের জানাই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা। আমাদের সাথেই থাকুন।]***
