Breaking News
 
Tanya Mittal :প্রেমানন্দ মহারাজের দর্শন সেরেই বিয়ের ঘোষণা! কে হতে চলেছেন তান্যা মিত্তলের জীবনসঙ্গী? Mamata Banerjee:গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে! মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই কি বদলেছে ব্যবস্থা? ৫ জানুয়ারি সরেজমিনে তদন্তে যাচ্ছেন মমতা Delhi: রণক্ষেত্র চাণক্যপুরী! বাংলাদেশি দূতাবাসের সামনে হিন্দু সংগঠনের ব্যাপক বিক্ষোভ, দীপু খুনের বিচার চেয়ে পুলিশের বাধা অতিক্রম ভিএইচপি-র PM Modi: বাংলাদেশে আটকে কয়েকশ ভারতীয় মেডিক্যাল পড়ুয়া! প্রাণ বাঁচাতে হাহাকার, প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ চেয়ে দিল্লিকে চিঠি Wrestlers: লজ্জার ছবি! দেশের সম্পদ কুস্তিগিররা চলেছেন ট্রেনের শৌচাগারের পাশে বসে—ভাইরাল ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে নেটপাড়া Humayun Kabir: নিশা আউট, মুসলিম ইন! বালিগঞ্জ আসনে প্রার্থী নিয়ে বিরাট ঘোষণা হুমায়ুনের—কে হতে পারেন সেই বিশেষ মুখ?

 

West Bengal

1 hour ago

Mamata Banerjee:গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে! মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই কি বদলেছে ব্যবস্থা? ৫ জানুয়ারি সরেজমিনে তদন্তে যাচ্ছেন মমতা

Gangasagar Mela 2026
Gangasagar Mela 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  লিওনেল মেসির মহানগরী সফর ঘিরে তৈরি হওয়া অপ্রীতিকর পরিস্থিতি রাজ্য প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এর পরিপ্রেক্ষিতেই গঙ্গাসাগর মেলায় কড়াকড়ি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন, এবার মেলা প্রাঙ্গণে কোনো ধরণের ভিআইপি সংস্কৃতি চলতে পারবে না। জনসমুদ্রের নিরাপত্তা ও ভিড় সামলাতে প্রশাসন যেন বাড়তি সতর্কতা অবলম্বন করে, সেই বার্তাই দেওয়া হয়েছে। সাগরদ্বীপের সামগ্রিক প্রস্তুতি ও পরিকাঠামো পর্যবেক্ষণ করতে শীঘ্রই সেখানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সূত্রে খবর, আগামী ৫ জানুয়ারি তিনি সাগরে পৌঁছোবেন। সেখানে পৌঁছেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করার পাশাপাশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পরিকল্পনা রয়েছে তাঁর। পরিদর্শন শেষে ৬ জানুয়ারি কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। নবান্নের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এ বছর গঙ্গাসাগর মেলায় কোনও ভাবেই ‘ভিআইপি সংস্কৃতি' চলবে না— এই নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ কার্যকর হচ্ছে কি না এবং মেলার সার্বিক প্রস্তুতি কতটা এগোল, তা সরেজমিনে দেখতে নিজেই সাগরদ্বীপে যাচ্ছেন তিনি। প্রশাসনের তরফে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ, সাফাই, যাতায়াত ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে মুখ্যমন্ত্রীর কাছে।

উল্লেখ্য, ১৫ জানুয়ারি নবান্নে গঙ্গাসাগর মেলা সংক্রান্ত প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাবে জানিয়েছিলেন, সাধারণ পুণ্যার্থীদের অসুবিধা হয়, এমন কোনও ব্যবস্থা বরদাস্ত করা হবে না। ভিআইপি পাস, আলাদা রাস্তা বা বিশেষ সুযোগের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সকলের জন্য সমান পরিষেবা নিশ্চিত করার উপর জোর দেন তিনি। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এই সফরে মুখ্যমন্ত্রী কপিলমুনির মন্দিরে পুজো দিতে পারেন বলেও প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। পুণ্যার্থীদের সুবিধার্থে মন্দিরচত্বর ও সংলগ্ন এলাকার ব্যবস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থাও তিনি খতিয়ে দেখবেন বলে জানা যাচ্ছে।

১৪ জানুয়ারি পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান হবে। যদিও মেলা শুরু হয়ে যাবে ১০ জানুয়ারি থেকেই এবং চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে বলে প্রশাসনের অনুমান। সেই কারণে কোনও রকম ত্রুটি না রেখে মেলাকে সুষ্ঠু ও নিরাপদ ভাবে পরিচালনার জন্য আগেই বিস্তারিত নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর এই সফর প্রশাসনের কাছে কার্যত একটি ‘ফাইনাল রিভিউ’। তাঁর নির্দেশ অনুযায়ী শেষ মুহূর্তের ঘাটতি পূরণ করেই মেলায় নামতে হবে প্রশাসনকে।

You might also like!