Breaking News
 
Tanya Mittal :প্রেমানন্দ মহারাজের দর্শন সেরেই বিয়ের ঘোষণা! কে হতে চলেছেন তান্যা মিত্তলের জীবনসঙ্গী? Mamata Banerjee:গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে! মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই কি বদলেছে ব্যবস্থা? ৫ জানুয়ারি সরেজমিনে তদন্তে যাচ্ছেন মমতা Delhi: রণক্ষেত্র চাণক্যপুরী! বাংলাদেশি দূতাবাসের সামনে হিন্দু সংগঠনের ব্যাপক বিক্ষোভ, দীপু খুনের বিচার চেয়ে পুলিশের বাধা অতিক্রম ভিএইচপি-র PM Modi: বাংলাদেশে আটকে কয়েকশ ভারতীয় মেডিক্যাল পড়ুয়া! প্রাণ বাঁচাতে হাহাকার, প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ চেয়ে দিল্লিকে চিঠি Wrestlers: লজ্জার ছবি! দেশের সম্পদ কুস্তিগিররা চলেছেন ট্রেনের শৌচাগারের পাশে বসে—ভাইরাল ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে নেটপাড়া Humayun Kabir: নিশা আউট, মুসলিম ইন! বালিগঞ্জ আসনে প্রার্থী নিয়ে বিরাট ঘোষণা হুমায়ুনের—কে হতে পারেন সেই বিশেষ মুখ?

 

Cooking

2 hours ago

Potato Recipe: আলু শুধু সেদ্ধ নয়, বানান মিষ্টি! চিপস-ফ্রেঞ্চ ফ্রাইয়ের বাইরে ৫ সুস্বাদু রেসিপি

Potato Rasmalai
Potato Rasmalai

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আলু ছাড়া অনেকের খাবারই যেন অর্ধেক! তবে সম্প্রতি আলু খাওয়া নিয়ন্ত্রণে রাখার পরামর্শ থাকায় অনেকেই লাঞ্চ বা ডিনার টেবিলে মুখ খোলার আগেই বিরক্তি অনুভব করেন। সেদ্ধ, ভাজা বা তরকারি হিসেবে আলু খাওয়া একঘেয়ে মনে হতে পারে।

তবে বিশেষজ্ঞদের মতে, আলু শুধুই ঝাল পদের জন্য নয়, এটি দিয়ে সহজেই মিষ্টি পদ তৈরি করা সম্ভব। ফ্রেঞ্চ ফ্রাই বা চিপস নয়, বরং আলুর আড়ালে লুকানো রয়েছে স্বাস্থ্যকর এবং লোভনীয় মিষ্টি রেসিপি। এই নতুন ধরনের রেসিপি কেবল মন ও জিভই নয়, পেটকেও সন্তুষ্ট রাখে।  


রইল দুটি সহজ রেসিপি:  

আলুর রসমালাই-

উপকরণ:

বল তৈরির জন্য: সেদ্ধ আলু, কর্নফ্লাওয়ার/অ্যারারুট, সামান্য ঘি।

দুধের সিরা (মালাই) তৈরির জন্য: দুধ/ফুল ক্রিম, চিনি, এলাচগুঁড়ো, কেশর, পেস্তা, বাদাম।  

প্রণালী:

আলুর বল তৈরি – সেদ্ধ আলু ভালো করে মেখে মসৃণ করে নিন। এর সঙ্গে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা অ্যরারুট মিশিয়ে নরম ডো তৈরি করুন। এই ডো থেকে ছোট ছোট গোল বলের আকারে কেটে নিন। একটি প্যানে অল্প ঘি গরম করে বলগুলো হালকা সোনালি করে ভেজে তুলে নিন।

দুধের সিরা তৈরি:

একটি বড় পাত্রে ১ লিটার দুধ নিয়ে ফুটাতে থাকুন। দুধ ঘন হয়ে অর্ধেক হয়ে এলে চিনি এবং এলাচগুঁড়ো দিন। এরপর কেশর ও কুচিয়ে রাখা পেস্তা, বাদাম মিশিয়ে আরও কিছুক্ষণ জ্বাল দিন, যতক্ষণ না মালাইটা ঘন হয়। 

রসমালাই তৈরি:

এবার ভেজে রাখা আলুর বলগুলো ঘন দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আঁচ বন্ধ করে দিন। এবার ঠান্ডা হলে পরিবেশন করুন আলুর রসমালাই। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে স্বাদ আরও বাড়বে। 

রাঙা আলুর পায়েস-

উপকরণ:

রাঙা আলু বা মিষ্টি আলু: মাঝারি মাপের ২-৩টি

দুধ: ১ লিটার (ঘন হলে ভালো)

চিনি: স্বাদমতো

থেঁতো করা এলাচ: ২-৩টি

তেজপাতা: ১টি

ঘি: ১ চামচ

গোবিন্দভোগ চাল বা সাবুদানা: ১/২ কাপ (চাইলে নিতে পারেন)

সাজানোর জন্য কাজুবাদাম, কিশমিশ।

প্রণালী:

রাঙা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নিন। ছোট ছোট কিউব আকারেও কেটে নিতে পারেন। চাল ব্যবহার করলে তা অল্প জল দিয়ে সেদ্ধ করে নিন। এবার একটি ভারী পাত্রে দুধ গরম করুন। তেজপাতা ও থেঁতো করা এলাচ দিয়ে দুধ ফুটিয়ে নিন। দুধ ঘন হতে শুরু করলে আঁচ কমিয়ে দিন। এবার মাখা আলু বা কেটে রাখা আলু ও সেদ্ধ চাল ফোটানো দুধের মধ্যে দিয়ে দিন। মাঝারি আঁচে নাড়তে থাকুন যাতে পাত্রের তলায় লেগে না যায়। আলু কিছুটা সেদ্ধ হয়ে গেলে এবং পায়েস ঘন হয়ে এলে চিনি মেশান। চিনি ভালো করে মিশে গেলে আরও কিছুক্ষণ রান্না করুন। ঘি দিয়ে একটু ভাজা কাজু ও কিশমিশ পায়েসের উপর ছড়িয়ে দিন। গরমের চেয়ে কিছুটা ঠান্ডা অবস্থায় এই পায়েস বেশি সুস্বাদু। গোটা রান্নাটা মাটির পাত্রে করলে ভালো হয়।


You might also like!