Breaking News
 
Tanya Mittal :প্রেমানন্দ মহারাজের দর্শন সেরেই বিয়ের ঘোষণা! কে হতে চলেছেন তান্যা মিত্তলের জীবনসঙ্গী? Mamata Banerjee:গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে! মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই কি বদলেছে ব্যবস্থা? ৫ জানুয়ারি সরেজমিনে তদন্তে যাচ্ছেন মমতা Delhi: রণক্ষেত্র চাণক্যপুরী! বাংলাদেশি দূতাবাসের সামনে হিন্দু সংগঠনের ব্যাপক বিক্ষোভ, দীপু খুনের বিচার চেয়ে পুলিশের বাধা অতিক্রম ভিএইচপি-র PM Modi: বাংলাদেশে আটকে কয়েকশ ভারতীয় মেডিক্যাল পড়ুয়া! প্রাণ বাঁচাতে হাহাকার, প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ চেয়ে দিল্লিকে চিঠি Wrestlers: লজ্জার ছবি! দেশের সম্পদ কুস্তিগিররা চলেছেন ট্রেনের শৌচাগারের পাশে বসে—ভাইরাল ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে নেটপাড়া Humayun Kabir: নিশা আউট, মুসলিম ইন! বালিগঞ্জ আসনে প্রার্থী নিয়ে বিরাট ঘোষণা হুমায়ুনের—কে হতে পারেন সেই বিশেষ মুখ?

 

Life Style News

1 hour ago

Reduce your Dandruff Problems: শীতকালে খুশকি নিয়ে নাজেহাল? বদলে ফেলুন তেল মাখার পদ্ধতি

Reduce your Dandruff Problems
Reduce your Dandruff Problems

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শীতকালে অনেকেই খুশকি এবং চুল ঝরার সমস্যায় নাজেহাল হয়ে পড়েন। বাজারে প্রচুর শ্যাম্পু ও ওষুধ ব্যবহার করেও অনেক সময় সমাধান মিলছে না। উলটে, চুল আরও খারাপ অবস্থায় চলে যাচ্ছে এবং স্ক্যাল্প শুকিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার জন্য নারকেল তেল একটি প্রাকৃতিক ও কার্যকর সমাধান। নারকেল তেলে থাকা পুষ্টি উপাদান স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখে এবং চুলকে স্বাস্থ্যবান রাখে। তবে তেল মাখার সঠিক পদ্ধতি মেনে চলা অত্যন্ত জরুরি।  


কীভাবে তেল মাখবেন?  

একটি পাত্রে নারকেল তেল নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ কারি পাতা দিয়ে ফোটাতে থাকুন। পাতাগুলি যেন ভাল করে পুড়ে তেলের সঙ্গে ভাল করে মিশে যায়। তার পর এই মিশ্রণ ভাল করে ছেঁকে নিয়ে চুলের গোড়ায় ভাল করে মালিশ করুন। আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা রেখে দিন। নরম শ্যাম্পু দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এই মিশ্রণ মাথায় লাগান। দেখবেন খুশকি দূর হয়ে, চুল তাড়াতাড়ি বাড়বে।

কয়েকটি কারি পাতা বেটে একটি মিশ্রণ তৈরি করে নিন। সেই মিশ্রণের মধ্যে টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার তালুতে লাগিয়ে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। ২০ থেকে ২৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন কারি পাতার মাস্ক লাগালে চুলের ঘনত্ব বাড়বে।

নারকেল তেলে তাজা লেবুর রস মেশান এবং ধোয়ার আগে এই মিশ্রণ দিয়ে আপনার মাথার ত্বকে ম্যাসাজ করুন। এটি খুশকি দূর করবে এবং মাথার ত্বক ভালোভাবে ময়েশ্চারাইজ করবে।

আপনার সাধারণ শ্যাম্পুতে আপেল সাইডার ভিনেগার মিশিয়ে সপ্তাহে একবার চুল ধুয়ে নিন।

যদি এতেও কোনও লাভ না হয়, তাহলে ডাক্তারকে কিন্তু দেখাতেই হবে। আর নিয়মিত শ্যাম্পু করতে কিন্তু ভুলবেন না। 

You might also like!