Breaking News
 
India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’ SIR in West Bengal:ভোটার তালিকায় কোপ পড়লে এবার সরাসরি পাল্টা লড়াই! কমিশনের পদক্ষেপে ক্ষুব্ধ তৃণমূল, পথে নামার হুঁশিয়ারি

 

Business

4 hours ago

Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ?

Coca-Cola
Coca-Cola

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতে নিজেদের ব্যবসায়িক কাঠামো পুনর্গঠন করতে গিয়ে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস। জানা যাচ্ছে, পরিচালনাগত দক্ষতা বাড়াতে প্রায় ৩০০ কর্মীকে অব্যাহতি দিচ্ছে এই সংস্থা। দীর্ঘমেয়াদী উন্নতির লক্ষ্যে এবং কাজের প্রক্রিয়ায় গতি আনতেই এই পরিকল্পিত ছাঁটাই বলে দাবি করা হচ্ছে। সংস্থার অভ্যন্তরীণ সূত্রে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে, যা বর্তমান শ্রমবাজারে নতুন করে ছাঁটাই জল্পনা উসকে দিয়েছে।HCCB এখন ৫০০০ জনকে চাকরি দেয়। গোটা দেশে ১৫টি কারখানা রয়েছে। ওই কারখানাগুলিতে কোকা-কোলা, থামস আপ, স্প্রাইট, মিনিটস মেইড-এর মতো পানীয় এবং কিনলে (Kinley) বোতলবন্দি করা হয়। কোকা-কোলা ভারতের সবচেয়ে বড় সফ্ট ড্রিঙ্কস সেগমেন্টের সংস্থা।

সংস্থার তরফে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ব্যবসা করার জন্য নতুন নতুন পদক্ষেপ নিতে হয়। ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থার প্রতিনিধি জানিয়েছেন, ছাঁটাইয়ের কারণে উৎপাদনের উপর প্রভাব পড়বে না।

ভারতের বেশ কিছু জায়গায় বটলিংয়ের কাজ বেশ কিছু সংস্থাকে বেচে দিয়েছে HCCB। রাজস্থান, বিহার, উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের একাংশের জন্য বটলিংয়ের কাজ বেচে দিয়েছে। এখন কোকা-কোলা প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে। তার পরে ওই সংস্থা উৎপাদন ও বিলি করে সফ্ট ড্রিঙ্ক।

এই বছরে মার্চ থেকে সেপ্টেম্বরে অসময়ে বর্ষা হওয়ায়, প্রবল গরমের মধ্যে বৃষ্টি হওয়ায় সফ্ট ডিঙ্কসের ব্যবসা ধাক্কা খেয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। এপ্রিল থেকে জুনের মধ্যে সফ্ট ড্রিঙ্ক ব্যবসায় সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে। ফলে ব্যবসার জন্য ওই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

You might also like!