Business

1 hour ago

Commercial cylinder price:নতুন বছরের শুরুতেই বাড়লো বাণিজ্যিক সিলিন্ডারের দাম

Commercial cylinder price
Commercial cylinder price

 

নয়াদিল্লি, ১ জানুয়ারি : নতুন বছরের শুরুতেই একধাক্কায় অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে ১৯ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম বাড়ছে ১১১ টাকা করে। ফলে চাপ বাড়ল রেস্তরাঁ মালিকদের। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসের নতুন দাম ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে।

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দেশের চার বড় শহরে বাণিজ্যিক রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম কত হবে তা ঘোষণা করেছে ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। সেই মতোই নতুন বছরের প্রথম দিন দাম বাড়ানো হল। কলকাতায় ১৯ কেজির সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ১৬৮৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৯৫ টাকা। দিল্লিতে আগে যেখানে দাম ছিল ১৫৮০.৫০ টাকা, সেটা বেড়ে বর্তমানে হয়েছে ১৬৯১.৫০ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম ১৬৪২.৫০ টাকা। চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাসের নতুন দাম ১৭৩৯.৫০ পয়সা।

You might also like!