Breaking News
 
India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’ SIR in West Bengal:ভোটার তালিকায় কোপ পড়লে এবার সরাসরি পাল্টা লড়াই! কমিশনের পদক্ষেপে ক্ষুব্ধ তৃণমূল, পথে নামার হুঁশিয়ারি

 

Country

4 hours ago

India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন

India’s Modi, Bangladesh’s Yunus
India’s Modi, Bangladesh’s Yunus

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কে জমে থাকা শৈত্য কাটাতে তৎপর বর্তমান অন্তর্বর্তী সরকার। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের দাবি, দু’দেশের সম্পর্কের তিক্ততা আর বাড়তে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিজেই দ্বিপাক্ষিক পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছেন। সালেহউদ্দিনের পর্যবেক্ষণ অনুযায়ী, বাংলাদেশের ভেতরে কিছু মহলের ভারতবিদ্বেষী প্রচারই দুই দেশের সম্পর্কের গতিপথকে বাধাগ্রস্ত করেছে। সেই বাধা সরিয়ে পারস্পরিক আস্থা পুনর্গঠনই এখন ইউনূস প্রশাসনের প্রধান লক্ষ্য।

শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ এবং ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই নয়াদিল্লি ঢাকার সম্পর্কে টানাপড়েন শুরু হয়। প্রভাব পড়ে দু’দেশের রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কে। আমদানি-রফতানিতেও কাটছাঁট করে দু’দেশের প্রশাসন। তবে ইউনূস প্রশাসনের অর্থ উপদেষ্টা বলেন, ‘‘ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে।’’ তিনি মনে করেন, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আলাদা করে দেখা উচিত। তাঁর কথায়, ‘‘দু’দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার কাজ করছে সরকার।’’

তাৎপর্যপূর্ণ বিষয় হল, চলতি উত্তাপের মধ্যেই মঙ্গলবার ভারত থেকে ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে বলেও জানান সালেহউদ্দিন। তিনি মনে করেন, এটাই সম্পর্ক উন্নতির প্রমাণ। সালেহউদ্দিন জানান, অর্থনীতি হোক বা স্বাস্থ্য— ভারত সব সময়ই বাংলাদেশের পাশে থাকে। ভারত থেকে চাল আমদানি প্রসঙ্গে সালেহউদ্দিন বলেন, ‘‘আমরা ভারত ছেড়ে যদি ভিয়েতনাম থেকে চাল আনতে যাই, তবে কেজিতে অন্তত ১০ টাকা বেশি খরচ করতে হবে। ভারত থেকে আমরা যদি ঠিকঠাক দামে চাল কিনতে পারি তো অন্য কোথাও কেন যাব!’’ শুধু চাল নয়, ভারত থেকে পেঁয়াজ আমদানির বিষয়ও বলেন সালেহউদ্দিন। তাঁর আফসোস, ‘‘ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়ে গিয়েছে। আগে সিদ্ধান্ত নিলে দেশে পেঁয়াজের দাম আরও কম হত।’’

সালেহউদ্দিন জানান, বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করে না। তাঁর কথায়, ‘‘ওরা (ভারত) হয়তো কিছু কিছু বক্তব্য রাখে। আমরাও রাখি।’’ সাহেলউদ্দিন এ-ও জানান, ইউনূস আঞ্চলিকতায় বিশ্বাস করেন। ভারত তাঁদের বড় প্রতিবেশী। শুধু ভারত নয়, অন্য প্রতিবেশী দেশ নেপাল, ভুটান বা পাকিস্তানের সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। তাঁর কথায়, ‘‘নেপাল, ভুটানের সঙ্গে আমাদের ভাল সম্পর্ক। পাকিস্তানের সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক হচ্ছে। আমরা শুধু বাংলাদেশ নিয়ে কখনই থাকতে পারব না।’’

নির্বাচন ঘোষণার পরই বাংলাদেশে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে। ঢাকায় গুলিবিদ্ধ প্রাণ হারান জুলাই আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদি। তাঁর মৃত্যুর পর গত বৃহস্পতিবার থেকে ফের উত্তাল হয়েছে বাংলাদেশ। চলেছে ভাঙচুর, তাণ্ডব, অগ্নিসংযোগ। বিভিন্ন বাংলাদেশি নেতাদের মুখে ভারতবিরোধী বক্তৃতাও শোনা গিয়েছে, যা নিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন করে অবনতি ঘটেছে। বাংলাদেশি নেতাদের এই ভারতবিরোধী প্রচারকে ভাল ভাবে নিচ্ছেন না সালেহউদ্দিন। তাঁর মতে, ‘‘এগুলো যারা করছে, তারা আমাদের জন্য আরও জটিল করে তুলছে। আমরা এসব চাই না। আমাদের জাতীয় মনোভাবও এমনটা নয়।’’ শুধু প্রতিবেশী দেশ নয়, কোনও দেশের সঙ্গে খারাপ সম্পর্ক চায় না বাংলাদেশ, স্পষ্ট জানালেন ইউনূসের অর্থ উপদেষ্টা।

You might also like!