
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর লাগামহীন হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এবার প্রকাশ্য জনসভা থেকে গর্জন করলেন মিঠুন চক্রবর্তী। কল্যাণীর রাজনৈতিক মঞ্চ থেকে তিনি কট্টরপন্থীদের সতর্ক করে দিয়ে বলেন যে, হিন্দুদের ওপর যারা আক্রমণ চালাচ্ছে, তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। উপস্থিত ভিড়ের উদ্দেশ্যে তিনি বলেন, "হিন্দু নিধন রুখতে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।" একইসঙ্গে নিজের তেজস্বী ভঙ্গিতে তিনি মনে করিয়ে দেন যে, তাঁর উপস্থিতি রাজনৈতিক ময়দানে 'প্রলয়' নিয়ে আসার ক্ষমতা রাখে।
বিজেপির নদিয়া জেলার কল্যাণী ব্লকের মদনপুর-আলাইপুর মনোরমা শিক্ষা নিকেতনের মাঠে পরিবর্তন সংকল্প জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় হাজির ছিলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়, বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিকাশ ঘোষ ও অন্যান্য বিজেপি নেতৃত্বরা। মঞ্চে বক্তব্য শুরুতেই, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেন, ”আমার মন ভালো নেই।” বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে হিন্দু সনাতনীদের উপর হামলার তীব্র প্রতিবাদ করেন। তাঁর আশঙ্কা, এভাবে চলতে থাকলে এই রাজ্যও একদিন হিন্দুশূন্য হয়ে যাবে।
মিঠুনের কথায়, ”আমি তুফান, বছরে এক আধ বার আসি, আর যখন আসি তখন প্রলয় ঘটে। আর যখন যাই, তখন যারা নিজেদের ভগবান মনে করে, তাদের অস্তিত্ব মুছে দিয়ে যাই। আমাদের দুধেল গাইয়ের দরকার নেই। আমাদের দরকার তাকে, যে গরু শিং মারতে পারবে। ওই যে ডায়লগ টা আছে না সেটা তো বলতে পারব না, তাই বলছি সিং মারব এখানে, পড়বে ওখানে। কোথায়? নিজেরাই বুঝে নিন। যারা হিন্দু নিধনে নেমেছে, তাদের শিং এর গুঁতো দিতে হবে।” মঞ্চে থাকা দলীয় নেতাদের সব ভেদাভেদ দূরত্ব ভুলে সকলকে একজোট হয়ে নির্বাচনের কাজ করার আহ্বান জানালেন মিঠুন। তিনি বলেন, ”এই নির্বাচনে আমাদের জিততেই হবে। তাই এই লড়াই সকলকে সংঘবদ্ধ হতে হবে। এ নির্বাচন আমাদের শেষ নির্বাচন। ফলে এই নির্বাচনে আমাদের জিততেই হবে।”
