Breaking News
 
Globe Soccer Awards :রোনালদোকে আদর্শ মেনেই নিজের পথ চলা! গ্লোব সকারের মঞ্চে ইয়ামালের মন্তব্যে মুগ্ধ ফুটবল বিশ্ব, ভাইরাল রোনালদোর প্রতিক্রিয়া Khaleda Zia Death :‘২০১৫-র সেই সৌজন্য সাক্ষাৎ আজও উজ্জ্বল’—খালেদা জিয়াকে স্মরণ করে মোদীর আবেগঘন বার্তা, শোকজ্ঞাপন মমতারও Amit Shah: মতুয়াদের নাগরিকত্বে থাবা বসাতে পারবে না কেউ! শাহের বিস্ফোরক আশ্বাসে কি কাটবে ‘শরণার্থী’দের দীর্ঘদিনের আতঙ্ক? Amit Shah: আগাম নির্বাচনের দামামা? ‘এপ্রিলে ভোট’—অমিত শাহের এমন দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি, কোন ম্যাজিকে ক্ষমতা দখল? Amit Shah:দিলীপের ঠাঁই নেই শাহের বৈঠকে! বঙ্গ বিজেপির অন্তর্কলহ এবার প্রকাশ্যে—বিস্ফোরণের অপেক্ষায় গেরুয়া শিবির TMC:নির্বাচনী বৈতরণী পার করতে কো-অর্ডিনেটরদের ওপর ভরসা! ২৯৪ আসনে সৈনিক সাজাল তৃণমূল কংগ্রেস

 

Country

2 hours ago

Khaleda Zia Death :‘২০১৫-র সেই সৌজন্য সাক্ষাৎ আজও উজ্জ্বল’—খালেদা জিয়াকে স্মরণ করে মোদীর আবেগঘন বার্তা, শোকজ্ঞাপন মমতারও

Khaleda Zia:
Khaleda Zia:

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি (BNP) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর, ২০২৫) সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই প্রয়াণে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক মহলে শোকের আবহ তৈরি হয়েছে।

এক্স হ্যান্ডলে সম্পূর্ণ বাংলায় BNP চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ঢাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরলোক গমনের সংবাদে গভীরভাবে শোকাহত। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন ও ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

প্রধানমন্ত্রীর কথায় উজ্জ্বল ২০১৫ সালে খালেদার সঙ্গে তাঁর সাক্ষাতের স্মৃতি। প্রয়াত নেত্রীর সঙ্গে ঢাকায় অফিসিয়াল সাক্ষাতের ছবিও এ দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মোদী। তিনি লিখেছেন, ‘২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথা মনে পড়ছে। আমরা আশা করি, তাঁর ভাবনা আমাদের ভবিষ্যতেও পথ দেখাবে। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

BNP চেয়ারপার্সনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।’ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদার মৃত্যুতে একাধিক ভারতীয় নেতা-নেত্রী সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা প্রকাশ করেছেন।

You might also like!