Breaking News
 
India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’ SIR in West Bengal:ভোটার তালিকায় কোপ পড়লে এবার সরাসরি পাল্টা লড়াই! কমিশনের পদক্ষেপে ক্ষুব্ধ তৃণমূল, পথে নামার হুঁশিয়ারি

 

Entertainment

4 hours ago

Jacqueline Fernandez: জ্যাকলিনকে দেখেই ওত পেতে থাকা! গোপনে ক্যামেরাবন্দি করতেই ক্ষুব্ধ নেটিজেনরা, প্রশ্নের মুখে অভিনেত্রীর নিরাপত্তা

Jacqueline Fernandez
Jacqueline Fernandez

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড তারকাদের ব্যক্তিগত জীবনের খবর খোঁজা কিংবা তাঁদের অগোচরে ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া বর্তমান সময়ের এক ব্যাধিতে পরিণত হয়েছে। এবার এই অনভিপ্রেত ঘটনার শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সম্প্রতি নেটপাড়ায় একটি ভিডিও প্রবল গতিতে ভাইরাল হয়েছে, যেখানে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে রেস্তরাঁয় বসে নিভৃতে কথা বলতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

ভিডিওটি প্রকাশ পাওয়া মাত্রই তা নেটিজেনদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অবগত হয়েছেন জ্যাকলিন নিজেও। একজন তারকার ব্যক্তিগত পরিসরে এভাবে হস্তক্ষেপ করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনুরাগীদের একাংশ। ঠিক কোন পরিস্থিতিতে এবং কার সঙ্গে তিনি সেখানে উপস্থিত ছিলেন, তা নিয়ে এখন নানা জল্পনা চলছে।

দিল্লির এক রেস্তরাঁয় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে গিয়েছিলেন জ্যাকলিন। আর সেখানেই তাঁর ভিডিও ক্যামেরাবন্দি করেন ঋষভ শেঠিয়া নামে এক ব্যক্তি। সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কী মনে হয় আপনাদের? আমার মনে হচ্ছে ইনি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।’ সঙ্গে জুড়েছেন জ্যাকলিনের ছবির জনপ্রিয় গান ‘চিটিয়া কালাইয়া’। ওই ব্যাক্তির পোস্টে মজাচ্ছলে উত্তরও দিয়েছেন অভিনেত্রী। মজার ইমোজি দিয়ে লিখেছেন, ‘হ্যাঁ, এটা আমিই’। তবে জ্যাকলিন বিষয়টা হালকাভাবে নিলেও এই ঘটনা মোটে ভালোভাবে নেয়নি তাঁর অনুরাগী এবং নেটপাড়া।

নেটপাড়ায় এই ভিডিও ভাইরাল হতেই অনেকে বলেছেন, ‘এটা দেখে ভালো লাগল যে আপনি ওনাকে বিরক্ত না করে দূর থেকেই ভিডিও করেছেন।’ কেউ আবার বলেছেন জ্যাকলিনের সঙ্গে কোনও এক সময়ে সরাসরি সাক্ষাতের ভালো অভিজ্ঞতার কথা। তবে অনেকেই লুকিয়ে অভিনেত্রীর এমন ভিডিও করা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন’ উনি ভদ্রতা বজায় রাখেন মানেই কি তাঁকে গোপনে ক্যামেরাবন্দি করা যায়?’, কেউ আবার লুকিয়ে এমন ভিডিও ক্যামেরাবন্দি করা নিয়ে তুলেছেন নিরাপত্তার প্রশ্ন। এর আগে একই ঘটনার শিকার হয়েছেন শাহরুখ কন্যা সুহানা খান, করিনা কাপুর ও সইফ আলি খান থেকে রণবীর কাপুর প্রমুখ।

You might also like!