Breaking News
 
India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’ SIR in West Bengal:ভোটার তালিকায় কোপ পড়লে এবার সরাসরি পাল্টা লড়াই! কমিশনের পদক্ষেপে ক্ষুব্ধ তৃণমূল, পথে নামার হুঁশিয়ারি

 

Entertainment

4 hours ago

Bharti Singh:আবেগ বনাম বাস্তবতা! দ্বিতীয় পুত্র ‘কাজু’-র জন্মের পর ভারতীর অকপট স্বীকারোক্তি—‘এখনও তো বাচ্চার মুখটাই দেখিনি!’

Bharti Singh
Bharti Singh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় সন্তানের মা হওয়ার পর হাসপাতাল থেকেই ভক্তদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিয়েছেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। গত ১৯ ডিসেম্বর তাঁর কোল আলো করে এসেছে পুত্রসন্তান— যার ডাকনাম রাখা হয়েছে ‘কাজু’। বর্তমানে চিকিৎসাধীন থাকলেও ভারতী জানিয়েছেন যে, তিনি এবং তাঁর নবজাতক দুজনেই সুস্থ আছেন। নিজের ভ্লগের মাধ্যমে নিয়মিত ভক্তদের পরিস্থিতির আপডেটও দিচ্ছেন তিনি।

ভারতীর ছোট ছেলেকে দেখার জন্য অনুরাগীদের মধ্যে প্রবল কৌতূহল থাকলেও, এখনই তাঁর মুখ প্রকাশ্যে আনছেন না তারকা দম্পতি। ভারতী স্পষ্ট জানিয়েছেন, কাজুর মুখ দেখার জন্য ভক্তদের আরও অন্তত মাস তিনেক সবুর করতে হবে। তবে অনেকদিন ধরেই একটি কন্যাসন্তানের ইচ্ছা প্রকাশ করে আসছিলেন ভারতী। এখন দ্বিতীয়বার পুত্রসন্তান হওয়ায় তাঁর মনে কি কোনো আক্ষেপ রয়েছে? ভক্তদের এই প্রশ্নের উত্তরও তাঁর নতুন ভিডিওতে উঁকি দিচ্ছে।

হঠাৎই ভারতীর শারীরিক সমস্যা শুরু হওয়ায় আর বেশি সময় নষ্ট করেননি স্বামী হর্ষ লিম্বাচিয়া। দ্বিতীয় পুত্রকে আদর করে তাঁরা ডাকছেন কাজু। তবে নিজের ভ্লগে ভারতীকে বলতে শোনা গিয়েছে, ‘আসলে আমার মধ্যে তো কোনও অনুভূতিই আসছে না। বুঝতে পারছি না কাজুকে আদৌ ভালোবাসতে পারব কি না। এখনও শুধু গোলার ভালোবাসাই আমি অনুভব করছি।’

সে দিন সকালের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছিলেন ভারতীও। যেখানে কমেডিয়ানকে বলতে শোনা যায়, ‘গত রাত থেকে আমার শরীরে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। কিন্তু আমি বুঝতে পারছি না কী করব। রীতিমতো কাঁপছি। জামাকাপড়ও ভিজে যাচ্ছিল। বিছানার চাদর পর্যন্ত ভিজে গিয়েছে। বুঝতে পারছি না এর পরে কী হবে। সত্যি বলতে আমার অনুভূতি শেয়ার করতে পারছি না কারও সঙ্গে। দয়া করে প্রার্থনা করুন যেন সব কিছু ঠিকঠাক হয়।’

You might also like!