Horoscope

1 hour ago

Zodiac Predictions: সূর্যদেবের আশীর্বাদে রাজযোগ! এই ৫ রাশির কপালে এবার সরকারি চাকরি না কি বিদেশ ভ্রমণ? মিলিয়ে নিন আপনার রাশি

Horoscope Insights
Horoscope Insights

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নবগ্রহের অধিপতি সূর্য বর্তমানে দেবগুরু বৃহস্পতির রাশি ধনুতে অবস্থান করছেন। তবে শুধু সূর্য নয়, ধনু রাশিতে বর্তমানে বিরাজ করছে শুক্র ও মঙ্গলও। ফলে মহাকাশে তৈরি হয়েছে অত্যন্ত শুভ ‘শুক্রাদিত্য রাজযোগ’ এবং ‘আদিত্য মঙ্গল রাজযোগ’। এই বিরল যোগের প্রভাবে নির্দিষ্ট কিছু রাশির ভাগ্যোদয় হতে চলেছে। গত ২৯ ডিসেম্বর সকাল ৬টা ৩৭ মিনিটে সূর্য তাঁর অবস্থান পরিবর্তন করে প্রবেশ করেছেন শ্রাবণ নক্ষত্রে। এর আগে তিনি মূল নক্ষত্রে ছিলেন এবং পরবর্তী ধাপে পূর্বাষাঢ়া নক্ষত্রে পা রাখবেন। শ্রাবণ নক্ষত্রে সূর্যের এই অবস্থান বজায় থাকবে আগামী ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

মেষ রাশি:  শ্রাবণ নক্ষত্রে সূর্যের গোচরের ফলে কেরিয়ারে উল্লেখযোগ্য সাফল্য লাভ করবেন মেষ রাশির জাতকরা। এই সময় আপনার সম্মান বাড়বে এবং আপনার মতামত কর্মক্ষেত্রে সবার প্রশংসা পাবে। উপার্জনের নতুন পথ খুলে যাবে আপনার সামনে। অনেক দিনের আগের কোনও পাওনা টাকা পেয়ে যেতে পারেন।

বৃষ রাশি:  সূর্যের নক্ষত্র পরিবর্তন বৃষ রাশির জন্য ভালো সময় নিয়ে এসেছে। এই সময় ধর্মীয় কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে। বিদেশ সফর হতে পারে। ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় কাঙ্খিত ফল লাভ করবেন।

সিংহ রাশি:  সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। শ্রাবণ নক্ষত্রে সিংহের প্রবেশ আপনার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তুলবে। আত্মবিশ্বাস ও সামাজিক জনপ্রিয়তা বাড়বে। অংশীদারি ব্যবসায় উল্লেখযোগ্য লাভ করতে পারবেন।

বৃশ্চিক রাশি:  সূর্যের গোচরের প্রভাবে বৃশ্চিক রাশির জাতকদের সাহস ও বীরত্ব বাড়বে। এই সময় কর্মক্ষেত্রে আপনার বিরোধীরা পরাজিত হবেন। অফিসে কোনও বড় কাজের দায়িত্ব পেতে পারেন। ছোট ভাই-বোনের থেকে দরকারি সাহায্য পাবেন। সংসারে সুখ-শান্তি থাকবে।

ধনু রাশি: শ্রাবণ নক্ষত্রে সূর্যের গোচরের প্রভাবে আর্থিক উন্নতি হবে ধনু রাশির জাতকদের। সঞ্চয় বাড়ায় আপনি নিজের ব্যাংক ব্যালান্স অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন। নতুন গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। চাকরিজীবীরা প্রোমোশন বা বেতন বৃদ্ধির সুখবর পেতে পারেন।

You might also like!