Game

1 hour ago

FIFA referees list: ফিফা রেফারির তালিকায় তিন ভারতীয় যোগ দিলেন

FIFA referees list
FIFA referees list

 

জুরিখ, ১ জানুয়ারি  : ফিফার আন্তর্জাতিক ম্যাচ অফিসিয়ালদের তালিকায় ২০২৬-এ আরও কয়েকজন ভারতীয় ম্যাচ অফিসিয়াল যুক্ত করেছে।ফিফার মহিলা এবং পুরুষ রেফারির তালিকায় যথাক্রমে রচনা কামানি (গুজরাট), অশ্বিন কুমার (পুদুচেরি) এবং আদিত্য পুরকায়স্থ (দিল্লি) যুক্ত হয়েছেন। ইতিমধ্যে, মুরলিধরন পান্ডুরঙ্গন (পুদুচেরি) এবং পিটার ক্রিস্টোফার (মহারাষ্ট্র) সহকারী রেফারি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।২০২৬ সালের ফিফার তালিকায় ভারতের ১৯ জন ম্যাচ অফিসিয়ালের নাম রয়েছে।

ফিফা আন্তর্জাতিক ম্যাচ কর্মকর্তাদের ২০২৬ সালের তালিকায় ভারতীয়রা:

রেফারিদের তালিকা

রেফারি:

ভেঙ্কটেশ আর, হরিশ কুন্ডু, সেন্থিল নাথান সেকারন, ক্রিস্টাল জন, অশ্বিন কুমার, আদিত্য পুরকায়স্থ, রঞ্জিতা দেবী টেকচাম, রচনা হাসমুখভাই কামানি।

সহকারী রেফারি: ভাইরামুথু পরশুরামন, সুমন্ত দত্ত, অরুণ শসিধরন পিল্লাই, উজ্জল হালদার, মুরালিধরন পান্ডুরঙ্গন, দীপেশ মনোহর সাওয়ান্ত, সৌরভ সরকার, ক্রিস্টোফার পিটার, রিওহলাং ধর, এবং ইলাংবাম দেবালা দেবী।

ফুটসাল রেফারি:

বিশাল মহেন্দ্রভাই ভাজা।

You might also like!