Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Game

2 hours ago

2025 Best Test XI: ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা টেস্ট একাদশে ভারতের তিনজন

Shubman Gill and Jasprit Bumrah in Test cricket
Shubman Gill and Jasprit Bumrah in Test cricket

 

কলকাতা, ৩১ ডিসেম্বর : ক্রিকেট অস্ট্রেলিয়া অফিসিয়াল ওয়েবসাইটে ২০২৫ সালের সেরা টেস্ট একাদশ মঙ্গলবার প্রকাশ করেছে। সেই একাদশে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটার। তাদের সঙ্গে আছেন ভারতের তিনজন, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের দুজন করে ক্রিকেটার। তবে সবচেয়ে অবাক হওয়ার ব্যাপার এই যে—অজি অধিনায়ক প্যাট কামিন্সের জায়গা হয়নি এই একাদশে!

চলতি বছরের শেষ দিকে এসে পিঠে চোট পান প্যাট কামিন্স। সেই চোটের কারণে অ্যাশেজে চার ম্যাচের তিনটিতেই খেলতে পারেননি অজি অধিনায়ক। সব মিলিয়ে ২০২৫ সালে ৬ ম্যাচ খেলে ২৬ উইকেট নিয়েছেন এই পেসার। পাশাপাশি ব্যাট হাতে রান করেছেন ১২৩ রান। তাই হয়তো তিনি এই টেস্ট একাদশে জায়গা পাননি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন ভারতের কেএল রাহুল ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ২০২৫ সালে ১০ ম্যাচের ১৯ ইনিংসে ৪৫.১৬ গড়ে ৮১৩ রান করেছেন রাহুল। প্রথমবারের মতো এক বছরে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ভারতীয়। আর দারুণ একটা বছর কেটেছে ট্রাভিস হেডেরও। ১১ ম্যাচে ২১ ইনিংসে ব্যাট করে ৪০.৮৫ গড়ে রান করেছেন ৮১৭, নামের পাশে আছে দুটি সেঞ্চুরি। সর্বোচ্চ ১৭০ রানের দুর্দান্ত একটা ইনিংসও খেলেছেন এই অজি ব্যাটার।
এই একাদশে তিন নম্বরে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের জো রুট। এ বছর ১০ ম্যাচের ১৮ ইনিংসে ৫০.৩১ গড়ে ৮০৫ রান করেছেন তিনি। চলতি বছর নামের পাশে আছে ৪টি সেঞ্চুরি। কেরিয়ারে প্রথমবারের মতো চলতি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরিও পেয়েছেন এই ইংলিশ ক্রিকেটার।

চার নম্বরে জায়গা পেয়েছেন ভারতের শুভমান গিল। ২০২৫ সালে ৯ ম্যাচে ১৬ ইনিংসে ব্যাট করে ৭০.৭১ গড়ে ৯৮৩ রান করেছেন ভারতের টেস্ট অধিনায়ক। কেরিয়ার সেরা ২৬৯ রানের ইনিংসও এসেছে এবছরই। ইনিংসটি খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। নামের পাশে রয়েছে পাঁচটি সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা। তার নেতৃত্বে চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ৪ ম্যাচে ৭ ইনিংসে ৫১.৬৬ গড়ে ৩১০ রান করেছেন বাভুমা। চোটের কারণে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন বাভুমা। তার অধীনে কদিন আগে ভারতকে তাদের মাটিতেই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে প্রোটিয়ারা। উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে অ্যালেক্স ক্যারিকে। ১১ ম্যাচে ৪৭.৯৩ গড়ে ৭৬৭ রান এসেছে তার ব্যাট থেকে। দুটি সেঞ্চুরি করা বাঁহাতি এই ব্যাটার উইকেটের পেছনে ৪৪ ক্যাচ নেয়ার পাশাপাশি স্টাম্পিং করেছেন ৫টি। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ৮ ম্যাচে ৪৯৬ রান করার পাশাপাশি ৩৩ উইকেট নেওয়া বেন স্টোকস আছেন একাদশে। পেসার হিসেবে একাদশে আছেন স্টার্ক, জসপ্রিত বুমরাহ এবং স্কট বোল্যান্ড।

এ বছর ১১ ম্যাচে ২২ ইনিংসে ৫৫ উইকেট নিয়েছেন স্টার্ক। ভারতের পেসার বুমরাহ ৮ ম্যাচে নিয়েছেন ৩১ উইকেট। আরেক পেসার বোল্যান্ড ৬ ম্যাচে শিকার করেছেন ৩২ উইকেট। একমাত্র স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার। চলতি বছর ৪ ম্যাচে ৩০ উইকেট নিয়েছেন এই স্পিনার। আর দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা। ১০ ম্যাচে তিনি রান করেছেন ৭৬৪, উইকেট শিকার করেছেন ২৫টি। ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২৫ সালের সেরা টেস্ট একাদশ— লোকেশ রাহুল, ট্রাভিস হেড, জো রুট, শুভমান গিল, টেম্বা বাভুমা (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, বেন স্টোকস, মিচেল স্টার্ক, জসপ্রিত বুমরাহ, স্কট বোল্যান্ড, সাইমন হার্মার এবং রবীন্দ্র জাদেজা (দ্বাদশ ব্যক্তি)।

You might also like!