Breaking News
 
Globe Soccer Awards :রোনালদোকে আদর্শ মেনেই নিজের পথ চলা! গ্লোব সকারের মঞ্চে ইয়ামালের মন্তব্যে মুগ্ধ ফুটবল বিশ্ব, ভাইরাল রোনালদোর প্রতিক্রিয়া Khaleda Zia Death :‘২০১৫-র সেই সৌজন্য সাক্ষাৎ আজও উজ্জ্বল’—খালেদা জিয়াকে স্মরণ করে মোদীর আবেগঘন বার্তা, শোকজ্ঞাপন মমতারও Amit Shah: মতুয়াদের নাগরিকত্বে থাবা বসাতে পারবে না কেউ! শাহের বিস্ফোরক আশ্বাসে কি কাটবে ‘শরণার্থী’দের দীর্ঘদিনের আতঙ্ক? Amit Shah: আগাম নির্বাচনের দামামা? ‘এপ্রিলে ভোট’—অমিত শাহের এমন দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি, কোন ম্যাজিকে ক্ষমতা দখল? Amit Shah:দিলীপের ঠাঁই নেই শাহের বৈঠকে! বঙ্গ বিজেপির অন্তর্কলহ এবার প্রকাশ্যে—বিস্ফোরণের অপেক্ষায় গেরুয়া শিবির TMC:নির্বাচনী বৈতরণী পার করতে কো-অর্ডিনেটরদের ওপর ভরসা! ২৯৪ আসনে সৈনিক সাজাল তৃণমূল কংগ্রেস

 

Game

2 hours ago

Globe Soccer Awards :রোনালদোকে আদর্শ মেনেই নিজের পথ চলা! গ্লোব সকারের মঞ্চে ইয়ামালের মন্তব্যে মুগ্ধ ফুটবল বিশ্ব, ভাইরাল রোনালদোর প্রতিক্রিয়া

Cristiano Ronaldo eyes 1,000 goals after winning Globe Soccer Award
Cristiano Ronaldo eyes 1,000 goals after winning Globe Soccer Award

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুবাইয়ের আকাশপ্রদীপ হয়ে জ্বলে উঠলেন ফুটবল বিশ্বের বর্তমান ও ভবিষ্যতের তারকারা। গ্লোব সকার অ্যাওয়ার্ডসের মঞ্চে একদিকে যেমন ছিল সেরার স্বীকৃতি, অন্যদিকে ছিল দুই প্রজন্মের মহাতারকাদের মধ্যে বন্ধুত্বের এক বিরল মুহূর্ত। এদিন স্প্যানিশ বিস্ময়বালক লামিনে ইয়ামাল কেবল সেরার ট্রফিই জিতলেন না, তাঁর খুনসুটি আর হাসিতে ধরা দিলেন খোদ ক্রিস্তিয়ানো রোনাল্দোও।

মোট তিনটি পুরস্কার জিতেছেন ইয়ামাল। সেরা ফরোয়ার্ড, লা লিগার সেরা অনূর্ধ্ব ২৩ ফুটবলার এবং মারাদোনা অ্যাওয়ার্ড। এই শেষ পুরস্কার নিতে যখন মঞ্চ উঠেছিলেন ইয়ামাল, অনুষ্ঠানের সঞ্চালক জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি কে? আপনার সম্পর্কে কোন কথাটা মানুষ জানুক, আপনি চান?’ প্রশ্নটির উত্তরে ইয়ামাল বলেন, ‘আমি চাই মানুষ জানুক, বাড়িতে আমার মা আসল বস!’ এ রকম একটা উত্তরের জন্য তৈরি ছিলেন না কেউই। রোনাল্দো ও তাঁর বান্ধবী খিওর্খিনা রদ্রিগেস হেসে ফেলেন ইয়ামালের উত্তর শুনে। রোনাল্দো আবার জানিয়েছেন, ১০০০ গোল না হওয়া পর্যন্ত অবসর নেবেন না।

উসমানে দেম্বেলে ব্যালন ডি’ওর জেতার পরে সেরা ফুটবলারের পুরস্কার পেলেন এই মঞ্চেও। মেয়েদের বর্ষসেরা ফুটবলার যেমন হয়েছেন বার্সেলোনা ও স্পেনের আইতানা বোনমাতি। ছেলেদের ফুটবলে সেরা ক্লাব প্যারিস সাঁ জামাঁ। মেয়েদের ফুটবলে এই পুরস্কার পেল বার্সেলোনা। সেরা কোচ পিএসজির লুইস এনরিকে। ছেলেদের ফুটবলে সেরা ফরোয়ার্ড ইয়ামাল, সেরা মিডফিল্ডার ভিতিনিয়া। সেরা ইমার্জিং ফুটবলার দেসিরে দুয়ে। সেরা জাতীয় টিম পর্তুগাল।

লাইফটাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন জাপানের হিদেতোশি নাকাতা ও আন্দ্রে ইনিয়েস্তা। বছরের সেরা কামব্যাকের পুরস্কার পেয়েছেন পল পোগবা। লা লিগার বর্ষসেরা ফুটবলার হয়েছেন রাফিনিয়া।


You might also like!