
কলকাতা, ২৫ ডিসেম্বর : আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী দু’দিনে আরও ২-৩ ডিগ্রি পারদ পতন হতে পারে। বড়দিন থেকেই রাজ্য জুড়ে বাড়বে শীতের আমেজ। পাল্লা দিয়ে বাড়বে উত্তুরে হাওয়ার দাপটও। আগামী কয়েকদিন কোনও নতুন ঝঞ্ঝা বা নিম্নচাপের সম্ভাবনা আপাতত নেই। ফলে আবহাওয়া শুষ্ক থাকবে। শুষ্ক আবহাওয়ায় নামবে তাপমাত্রার পারদও। ঠান্ডা বাড়লে উত্তরবঙ্গে কুয়াশার দাপট বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতেও কুয়াশার দেখা মিলতে পারে।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমে যেতে পারে। অর্থাৎ, ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। তার পরের চার দিনে তাপমাত্রায় বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। পারদপতন হবে উত্তরবঙ্গেও। আগামী তিন দিনে উত্তরের কোনও কোনও জেলায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে রাজ্যের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর কিংবা দক্ষিণ— কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার সকালের দিকে জেলায় জেলায় কুয়াশা থাকবে। সকালের দিকে রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ মিটারে।
