
মারাকেচ, ২৯ ডিসেম্বর : সেই ১৯৮৬ সালে আফ্রিকা নেশন্স কাপে জয় পেয়েছিল মোজাম্বিক। এরপর চার দশকেরও বেশি সময় তারা জয় থেকে বঞ্চিত ছিল। অবশেষে ঘটলো সেই অপেক্ষার অবসান। চার দশক পর আফ্রিকান কাপ অব নেশন্স লিগে জয় পেল মোজাম্বিক। আফ্রিকা কাপ অব নেশন্সের গ্রুপ পর্বের ম্যাচে গ্যাবনকে ৩-২ গোলে হারিয়ে ৪০ বছর পর জয়ের দেখা পেয়েছে মোজাম্বিক। ফাইসাল বাঙ্গাল, জেনি কাটামো ও দিয়েগো ক্যারিলার গোলে ঐতিহাসিক জয় পায় তারা। অন্যদিকে গ্যাবনের হয়ে একটি করে গোল করেছেন পিয়েরে এমেরিক আবামেয়াং ও অ্যালেক্স মুকেতু মুসুন্দা। মোজাম্বিকের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের সম্ভাবনা তৈরি হয়েছে গ্যাবনের। দুই ম্যাচ খেলে কোনও জয় পায়নি তারা। শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে তারা। আর এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান আছে মোজাম্বিক। এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আইভরি কোস্ট। সমান ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে ক্যামেরুন।
