
মিলান, ২৯ ডিসেম্বর : নিউ ব্যালেন্স এরিনায় রবিবার রাতে মুখোমুখি হয়েছিল আতালান্তা ও ইন্টার মিলান। এই ম্যাচে আতালান্তাকে ১-০ গোলে হারাল ক্রিস্টিয়ান চিভুর ইন্টার মিলন। আর এই জয়ে এসি মিলানকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠলো তারা। ম্যাচের একমাত্র গোলটি ছিলেন লাউতারো মার্টিনেজ। এই আর্জেন্টাইনের গোলেই শীর্ষস্থান পুনরুত্থান করে ইন্টার। জমে উঠেছে সিরি আ-র পয়েন্ট টেবিল। ১৬ ম্যাচ শেষে ইন্টার মিলানের পয়েন্ট ৩৬। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে এসি মিলান। তার এক পয়েন্ট কম নিয়ে তিনে অবস্থান করছে নাপোলি। আর ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চার রয়েছে জুভেন্টাস। এছাড়াও, শিরোপার দৌড়ে আছে রোমাও। তারা ১৬ ম্যাচ থেকে পেয়েছে ৩০ পয়েন্ট । এখন প্রতি ম্যাচের শেষেই বদলে যাচ্ছে টেবিলের অবস্থান।
