Breaking News
 
Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায় Globe Soccer Awards :রোনালদোকে আদর্শ মেনেই নিজের পথ চলা! গ্লোব সকারের মঞ্চে ইয়ামালের মন্তব্যে মুগ্ধ ফুটবল বিশ্ব, ভাইরাল রোনালদোর প্রতিক্রিয়া Khaleda Zia Death :‘২০১৫-র সেই সৌজন্য সাক্ষাৎ আজও উজ্জ্বল’—খালেদা জিয়াকে স্মরণ করে মোদীর আবেগঘন বার্তা, শোকজ্ঞাপন মমতারও Amit Shah: মতুয়াদের নাগরিকত্বে থাবা বসাতে পারবে না কেউ! শাহের বিস্ফোরক আশ্বাসে কি কাটবে ‘শরণার্থী’দের দীর্ঘদিনের আতঙ্ক? Amit Shah: আগাম নির্বাচনের দামামা? ‘এপ্রিলে ভোট’—অমিত শাহের এমন দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি, কোন ম্যাজিকে ক্ষমতা দখল?

 

Cooking

1 hour ago

Chicken Gilafi kebab: বছরশেষের আড্ডায় নতুন স্বাদ! বাড়িতেই বানান রেস্তরাঁর মতো মুরগির গিলাফি কবাব

Chicken Gilafi kebab
Chicken Gilafi kebab

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বছর শেষ মানেই বন্ধুদের আড্ডা, আত্মীয়দের সঙ্গে জমাটি জমায়েত। এই সময়ে বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য চাই এমন কিছু খাবার, যা বানানো সহজ অথচ স্বাদে হবে একেবারে রেস্তরাঁর মতো। ভাবছেন কোন পদে জমবে আপনার আড্ডা? চা কিংবা কফির সঙ্গে জমিয়ে দিতে পারে মুরগির গিলাফি কবাব। আজকাল অনেকেই চিকিৎসকদের পরামর্শে পাঁঠার মাংস খাওয়া কমিয়ে দিয়েছেন। তবে তাই বলে কবাবের স্বাদ থেকে নিজেকে বঞ্চিত করার কোনও কারণ নেই। পাঁঠার মাংস নয়, মুরগি দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু গিলাফি কবাব। ‘গিলাফি’ শব্দের অর্থই হল প্রলেপ। এই কবাবের বিশেষত্ব হল, কিমা করা মুরগির উপর রঙবেরঙের সব্জির প্রলেপ দিয়ে সেঁকে নেওয়া।


কী ভাবে বানাবেন মুরগির গিলাফি কবাব?

উপকরণ:

বোনলেস মুরগির মাংস: ৫০০ গ্রাম

জল ঝরানো টক দই: আধ কাপ

ছাতু: ২-৩ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়ো: ১ টেবিল চামচ

গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো: ১ টেবিল চামচ

কবাব মশলা: ১ টেবিল চামচ

কাঁচালঙ্কা বাটা: ১ টেবিল চামচ

আদা-রসুন বাটা: ২ টেবিল চামচ

ধনেপাতা কুচি: ৩ টেবিল চামচ

সর্ষের তেল: ২ টেবিল টামচ

নুন: স্বাদমতো

লাল, হলুদ, সবুজ বেলপেপারকুচি ২ কাপ

কাঠি বা শিক: ৫টি

কয়লা: ১ টুকরো


প্রণালী: মুরগির মাংসের টুকরোগুলি ভাল করে ধুয়ে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিন। এ বার একটি পাত্রে সেই মিশ্রণটি নিয়ে একে একে টক দই, ছাতু, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কবাব মশলা, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন, সর্ষের তেল দিয়ে ভাল করে মাখিয়ে রাখুন। এ বার পাত্রটি ঢাকা দিয়ে ফ্রিজে তুলে রাখুন ২-৩ ঘণ্টার জন্য। ফ্রিজ থেকে বার করে প্রয়োজনে মিশ্রণটি আরও আঁট করার জন্য পরিমাণ মতো ছাতু যোগ করুন। একটি ছোট পাত্রে গরম কয়লাটি রাখুন। এর পর সেই পাত্রটি মূল মিশ্রণের মধ্যে রেখে কয়লার উপর ঘি ঢেলে পাত্রের মুখটি ভাল করে ঢেকে দিন, যাতে ঘি ও পোড়া গন্ধ দুই-ই মাংসের মিশ্রণে মিশে যায়। এ বার একটি শিক বা কাঠিতে তেল মাখিয়ে মাংসের মিশ্রণটি খানিকটা করে নিয়ে শিকের গায়ে কবাবের মতো গেঁথে নিন। এ বার একটি প্লেটে বেলপেপারের কুচি ছড়িয়ে দিন। কবাবগুলির গায়ে বেলপেপার মাখিয়ে নিন ভাল করে। গ্রিল চিহ্ন যুক্ত প্যানে সামান্য মাখন নিয়ে ভাল করে তাতিয়ে নিন। গেঁথে রাখা কবাবগুলি সেঁকে নিন। পুদিনার চাটনি আর পেঁয়াজের সঙ্গে গরমাগরম পরিবেশন করুন গিলাফি কবাব। 

You might also like!