
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতের মরশুমে অনেকেই সাইনাসের সমস্যায় ভোগেন। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়া, দূষণের বৃদ্ধি, ধুলোবালি বা বাতাসে জীবাণুর সংস্পর্শে আসার কারণে সাইনাসে সংক্রমণের প্রবণতা এই সময় দেখা যায়। সাইনাস হলো মাথার এমন একটি ফাঁপা অংশ, যা নাকের ভিতর দিয়ে বায়ু চলাচলকে সহজ করে। সংক্রমণের ফলে সাইনাসে প্রদাহ তৈরি হয়, যা শ্বাস-প্রশ্বাসে সমস্যা, তীব্র মাথাব্যথা, নাক বন্ধ থাকা এবং শ্বাসকষ্টের মতো সমস্যা ঘটাতে পারে।
চিকিৎসকের মতে, সাইনাস সংক্রমণকে ছোটখাটোভাবে উপেক্ষা করা ঝুঁকিপূর্ণ হতে পারে। সংক্রমণ দীর্ঘস্থায়ী হলে এটি আরও বড় স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। বিশেষ করে বয়স্ক ও শ্বাসকষ্টজনিত সমস্যাযুক্ত মানুষদের জন্য সতর্ক থাকা জরুরি।
শীতকালীন সাইনাসের প্রতিরোধমূলক টিপস-
১) সাইনাসের সমস্যার সহজ সমাধান অতিরিক্ত পরিমাণে জল খাওয়া। বেশি করে জল খেলে সাইনাসের মধ্যে জমা ময়লা শরীর স্বাভাবিক প্রক্রিয়ায় বার করে দেয়। তাতে নাক পরিষ্কার হয়। ব্যথা কমে। একটু বেশি করে তরল খাবার খেলেও এই সমস্যা কমে।
২) এই সমস্যা কমাতে একটি বিশেষ পানীয় বানিয়ে নিতে পারেন। তার জন্য লাগবে এক চামচ অ্যাপল সাইডার ভিনিগার, অল্প আদাকুচি, লেবু, অল্প গোলমরিচ, আধ চামচ হলুদ, তিন-চার কোয়া রসুন। এগুলি একসঙ্গে নিয়ে এক গ্লাস জলে ফুটিয়ে নিন। সেই মিশ্রণটি একটু ঠান্ডা করে চায়ের মতো ছোট ছোট চুমুক দিয়ে খান। তাতেও সাইনাসের ব্যথা কমবে। এতে মধুও মিশিয়ে নিতে পারেন। তাতে আরও ভাল ভাবে কাজ করতে পারে পানীয়টি।
৩) সাইনাসের সমস্যা এড়িয়ে চলতে নিয়মিত ভাপ নিন। গরম জল পাত্রে রেখে, তোয়ালে মাথায় চাপা দিয়ে সেই পাত্র থেকে ভাপ নিন। এই গরম জলেই কয়েক ফোঁটা ইউক্যালিপটাসের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন।
৪) ভাইরাস, ব্যাক্টেরিয়া এবং ছত্রাকের সংক্রমণের কারণেই সাইনাসের সমস্যা হয়। তাই খাওয়াদাওয়ার আগে, চোখে নাকে হাত দেওয়ার আগে ভাল করে হাত ধুয়ে নিতে হবে। সঙ্গে অবশ্যই স্যানিটাইজ়ার ব্যবহার করুন। বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করলে খুব ভাল হয়।
৫) বাড়ি-ঘর পরিষ্কার রাখুন। সোফার কভার, কার্পেট, পর্দা, বিছানার চাদর, বালিশের কভার নিয়মিত বদল করুন। পোষ্যদেরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
