Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Game

1 hour ago

Premier League: হারলো ভিলা, চেলসি-ইউনাইটেডের ড্র

Arsenal beat Aston Villa in their Premier League match
Arsenal beat Aston Villa in their Premier League match

 

লন্ডন, ৩১ ডিসেম্বর : অ্যাস্টন ভিলাকে অবশেষে থামালো আর্সেনাল । মঙ্গলবার রাতে আর্সেনালের কাছে উড়ে গেল তারা। এদিন রাতের অন্য দুটি ম্যাচে চেলসি বোর্নেমাউথের সঙ্গে এবং ম্যানচেস্টার ইউনাইটেড ড্র করেছে ওলভসের সঙ্গে। এমিরেটস স্টেডিয়ামে ভিলার বিপক্ষে সহজ জয় পেলো আর্সেনাল। তারা ৪-১ গোলে হারালো ভিলাকে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৮তম মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহেস। প্রথম গোলের চার মিনিট পরই মার্টিন জুবিমেন্ডি গানারদের হয়ে দ্বিতীয় গোল করেন। ৬৯ মিনিটে লিয়ান্দ্রো ট্রসার্ড এবং ৭৮তম মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোল আর্সেনালের বড় জয় নিশ্চিত করে। শেষ দিকে যোগ করা সময়ে ওয়াটকিংস ভিলার হয়ে একটি গোল শোধ দেয়। এই জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল আর্সেনাল। ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাস্টন ভিলা।

আর এদিন রাতের আরেক ম্যাচে বোর্নেমাউথের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে চেলসি। ম্যাচের ষষ্ঠ মিনিটে ব্রুকসের গোলে এগিয়ে সফরকারীরা। তবে কোল পালমার ও এঞ্জো ফার্নান্দেজের গোলে লিড পেয়ে যায় চেলসি। কিন্তু প্রথমার্ধেই সমতায় ফেরে বোর্নেমাউথ। ২৭ মিনিটে জাস্টিন ক্লুইভার্টের গোল বোর্নেমাউথকে এক পয়েন্ট এনে দেয়। ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে চেলসি। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ১-১ গোলে ড্র করেছে ওলভসের বিপক্ষে। গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে ৩০ পয়েন্ট নিয়ে চেলসির পরের অবস্থানে রয়েছে আমোরিমের দল।

You might also like!