Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Entertainment

1 hour ago

Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’

Sunny Leone
Sunny Leone

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বছরের শুরুতে মথুরার পবিত্র ভূমিতে সানি লিওনির উপস্থিতি নিয়ে তৈরি হলো চরম বিতর্ক। ১ জানুয়ারি মথুরার একটি পানশালায় (Bar) সানির একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সেই খবর জানাজানি হতেই মথুরার সাধুসন্ত এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন তীব্র প্রতিবাদে ফেটে পড়ে। শেষ পর্যন্ত বিরোধের মুখে পড়ে বাতিল করতে হলো অভিনেত্রীর সেই অনুষ্ঠান।

নতুন বছরের মথুরার বুকে সানির অনুষ্ঠানের খবর চাউর হতেই প্রতিবাদী হয়ে ওঠে সেখানকার বিভিন্ন ধর্মীয় সংগঠন। এমনই এক সংগঠনের তরফে অনুষ্ঠানের উদ্যোক্তাদের অনুষ্ঠান বাতিলের জন্য চাপ দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয় যে, বছরে পর বছর মথুরা ধাম এক অন্যরকম ঐতিহ্য বহন করে চলেছে। এই তীর্থক্ষেত্রের মহিমা সকলেই জানেন। এই পবিত্রভূমিতে এমন একজন অভিনেত্রীকে আনা মানে শুধু এই ব্রজভূমি অপবিত্র করাই নয় বরং শ্রী কৃষ্ণের অপমানও। এই অনুষ্ঠানের আমরা তীবর প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই শো বাতিক করা হোক। চাপের মুখে পড়ে সানির শো বাতিল করতে বাধ্য হন শোয়ের উদ্যোক্তারা।


এক সময়ের নীল ছবির নায়িকা সানি লিওনির বলিউডে আত্মপ্রকাশ ঘটে মহেশ ভাটের ছবির হাত ধরে। জনপ্রিয় ‘বিগ বস’ শোতে এসে আরও বেশি সংখ্যক মানুষের অন্দরমহলে পৌঁছে গিয়েছিলেন সানি। নীল ছবির দুনিয়া ছেড়ে স্বাভাবিক আর পাঁচটা মানুষের মতোই জীবনযাপন করতে চেয়েছিলেন সানি। তিন সন্তান ও স্বামীর সঙ্গে সানির সুখী গৃহকোণ। জীবনের অতীতের ছায়া কেটে গিয়ে তাঁর শাপমোচন ঘটেছে বলেই তারপর থেকে ভেবেছেন সকলে। কিন্তু ব্রজভূমির এই ঘটনা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে, তা ভুল।

You might also like!