
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আজকের শহুরে জীবনে ফ্ল্যাট বা ছোট অ্যাপার্টমেন্টে বড় বাগান রাখা যেন দুরূহ ব্যাপার। তবুও মানুষের বাগানবিলাসের শখ তো আর থেমে থাকে না। তাই অনেকেই এখন তাদের ছোট বারান্দা বা বসার ঘরে রাখছেন ইনডোর প্ল্যান্ট। এমন গাছ বেছে নেওয়া হয় যা সূর্যের আলো কম পেলে দমে না, পরিচর্যা সহজ এবং ঘরের সৌন্দর্য বাড়ায়। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, শুধু সৌন্দর্য নয়, ইনডোর প্ল্যান্ট নির্বাচন করার সময় স্বাস্থ্যকল্পেও গুরুত্ব দিতে হবে। কারণ শহরে দিনদিন বাতাসের দূষণ বাড়ছে। অনেকে হয়তো ঘরের ভেতরই ধোঁয়া, ধুলো বা রাসায়নিক দূষণের শিকার হচ্ছেন। ঠিক এই জায়গাতেই ইনডোর প্ল্যান্ট সাহায্য করতে পারে। তাই কেনার আগে আজকের প্রতিবেদন থেকে জেনে নিন গাছের নামগুলি।
এই তালিকায় প্রথমেই রয়েছে স্নেক প্ল্যান্ট। এই গাছ এমনিতেই ভীষণ জনপ্রিয়। অন্দরমহলে এই গাছ রাখলে ঘরের সৌন্দর্য তো বাড়ে। একইসঙ্গে বাতাসের মধ্যে ভেসে বেড়ানো ধূলিকণাকে নিয়ন্ত্রণে রাখে যা প্রাকৃতিকভাবে আপনার ঘরকে রাখে দূষণমুক্ত।
সদ্য যারা গাছ বাড়িতে রাখা শুরু করেছেন এবং বিভিন্নরকম গাছ সম্পর্কে ধারণা কম তাঁরা ঘরে স্পাইডার প্ল্যান্ট রাখতে পারেন। এই গাছের পরিচর্যা যেমন কম তেমনই তা বাতাসের মধ্যে থাকা নব্বই শতাংশ দূষণ নিয়ন্ত্রণে রাখে।
ঘরের মধ্যে রাখতে পারেন পিস লিলি গাছও। এই গাছও ঘরের অন্দরের দূষণ নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও বাতাসে আদ্রতা বজায় রেখে আপনার অন্দরমহলের বায়ুকে করে তোলে শ্বাসযোগ্য।
শুধু শোওয়ার বা বসার ঘরেই নয় স্নানঘরেও রাখতে পারেন আপনার শখের গাছ। এক্ষেত্রে রাখতে পারেন ইংলিশ আইভি। এই গাছ স্নানঘরে রাখলে ছত্রাক জন্মানোর সম্ভবনা যেমন কমে তেমনই দূষণও নিয়ন্ত্রণে রাখে।
পরিচর্যার সময় একেবারেই হাতে না থাকলে ঘরে রাখতে পারেন রাবার গাছ। ইনডোর প্ল্যান্ট হিসেবে এই গাছ বিশেষভাবে উল্লেখযোগ্য। এর বড় পাতা অনেক পরিমাণে ধূলিকণা নিয়ন্ত্রণে রাখে ও আপনার ঘরের বাতাস্কে রাখে দূষণমুক্ত।
