Country

5 hours ago

PM Modi Pays Homage: পুণ্যতিথিতে সর্দার প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রী মোদীর

PM Modi Honors Iron Man Sardar Patel
PM Modi Honors Iron Man Sardar Patel

 

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর : পুণ্যতিথিতে সর্দার প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স পোস্টে প্রধানমন্ত্রী মোদী জানান, "দেশকে ঐক্যবদ্ধ করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন সর্দার প্যাটেল। তাঁর অবদান দেশ কখনই ভুলবে না।" সোমবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, "লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ৭৫-তম পুণ্যতিথিতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। তিনি দেশকে ঐক্যবদ্ধ করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। একটি কৃতজ্ঞ দেশ ঐক্যবদ্ধ ও শক্তিশালী ভারত গঠনে তাঁর অতুলনীয় অবদান কখনও ভুলবে না।"

You might also like!