Breaking News
 
Parno Mittra: বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক রদবদল, তৃণমূলে যোগ অভিনেত্রী পার্ণোর India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’

 

Life Style News

2 hours ago

Home Remedies: শীতে ফাটা ঠোঁটের সমস্যায় ঘরোয়া সমাধান- রইল কেমিক্যাল-ফ্রি লিপ বাম বানানোর ৩ সহজ উপায়

Beetroot  Lip Balm
Beetroot Lip Balm

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতের আমেজ মানেই শুষ্ক আবহাওয়া আর উত্তুরে হাওয়া। এই সময়ে ত্বকের পাশাপাশি সবচেয়ে বেশি ভোগায় ঠোঁট ফাটার সমস্যা। ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, জ্বালা বা কালচে ভাব—এসব সমস্যায় অনেকেই বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করেন। কিন্তু এতে উপকারের বদলে সমস্যা আরও বেড়ে যায়। বাজারচলতি লিপ বাম বা চ্যাপস্টিক সাময়িক আরাম দিলেও দীর্ঘদিন ব্যবহারে ঠোঁটের স্বাভাবিক রং নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই যায়।

তবে সুখবর হলো—এই শীতে কেমিক্যালের চিন্তা না করেই ঘরেই বানিয়ে নেওয়া যায় প্রাকৃতিক লিপ বাম। রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপাদান দিয়েই ঠোঁট রাখা যাবে নরম, কোমল ও স্বাভাবিক গোলাপি আভায় ভরা।

১. বিটরুট লিপ বাম (গোলাপি আভার জন্য) যাঁরা ঠোঁটে হালকা গোলাপি টিন্ট পছন্দ করেন, তাঁদের জন্য এটি সেরা।

উপকরণ: ১টি মাঝারি বিট, ১ চামচ নারকেল তেল বা ভ্যাসলিন, ১টি ভিটামিন ই ক্যাপসুল।

পদ্ধতি: বিট কুড়িয়ে নিয়ে চিপে রস বের করে নিন। এবার একটি পাত্রে ভ্যাসলিন বা নারকেল তেল সামান্য গরম করে গলিয়ে নিন। এর মধ্যে বিটের রস ও ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মেশান। ছোট কৌটোয় ভরে ফ্রিজে রেখে দিন। জমে গেলেই তৈরি আপনার টিন্টেড লিপ বাম।

২. লেবু ও মধুর লিপ বাম (ট্যান দূর করতে) শীতে রোদে বসে ঠোঁটে কালচে ছোপ পড়লে এটি দারুণ কাজ দেয়।

উপকরণ: ১ চামচ পাতিলেবুর রস, ১ চামচ মধু, ১ চামচ ভ্যাসলিন।

পদ্ধতি: একটি বাটিতে ভ্যাসলিন নিয়ে ডবল বয়লার পদ্ধতিতে (গরম জলের ওপর বাটি বসিয়ে) গলিয়ে নিন। এবার গ্যাস বন্ধ করে তাতে মধু ও লেবুর রস মেশান। মিশ্রণটি ঠান্ডা হয়ে জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এটি রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে ভালো ফল মিলবে।

৩. নারকেল তেল ও গোলাপের লিপ বাম (আর্দ্রতার জন্য) যাঁদের ঠোঁট অতিরিক্ত ফাটে, তাঁদের জন্য এই বামটি ‘ম্যাজিক’-এর মতো কাজ করে।

উপকরণ: ২ চামচ জমে যাওয়া নারকেল তেল, কয়েকটি গোলাপের পাপড়ি, সামান্য আমন্ড অয়েল।

পদ্ধতি: গোলাপের পাপড়ি বেটে বা থেঁতো করে নিন। নারকেল তেলের সঙ্গে এই পাপড়ি ও আমন্ড অয়েল মিশিয়ে হালকা গরম করুন যাতে পাপড়ির নির্যাস তেলে মিশে যায়। এরপর ছেঁকে নিয়ে ছোট কন্টেনারে ঢেলে ঠান্ডা হতে দিন।

বিশেষ টিপস: বাড়িতে তৈরি এই লিপ বামগুলিতে কোনো প্রিজারভেটিভ থাকে না। তাই এগুলি সাধারণ তাপমাত্রায় না রেখে ফ্রিজে রাখাই ভালো। এক একটি ব্যাচ ১৫-২০ দিন পর্যন্ত অনায়াসে ব্যবহার করা যায়।

চিকিৎসকদের মতে, জিভ দিয়ে ঠোঁট চাটলে লালায় থাকা এনজাইম ঠোঁটকে আরও শুষ্ক করে দেয়। তাই এই বদভ্যাস ত্যাগ করে নিয়মিত এই প্রাকৃতিক বাম ব্যবহার করলেই শীতেও আপনার হাসি থাকবে অমলিন।

You might also like!