
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর : দিল্লির বাতাসের গুণগত মান নিয়ে উদ্বেগ অব্যাহত। যত শীত পড়ছে ততই খারাপ হচ্ছে রাজধানীর বাতাসের মান। শুক্রবার ‘খুব খারাপ’ পর্যায়ে রইল মাত্রা। এদিন সকালের তথ্য অনুযায়ী, দিল্লির বাতাসের গড় গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) ছিল ৩৮৭, বেশ কিছু অঞ্চলে একিউআই চারশো ছাড়িয়েছে।
দিল্লির আইটিও সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে দূষণের মাত্রা ৪০৯। নিজামুদ্দিনে ও এইমস সংলগ্ন এলাকায় ৩৫১। অন্যদিকে ইন্ডিয়া গেট ও কর্তব্য পথ সংলগ্ন এলাকায় ৩৮১, অক্ষরধাম মন্দির এলাকায়ও একিউআই ৪২০, আনন্দ বিহারে ৪৪২ একিউআই এর মাত্রা।
উল্লেখ্য, বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) এর সূচক ০-৫০ এর মধ্যে থাকলে 'ভালো', ৫১-১০০ একিউআই-কে 'সন্তোষজনক' হিসেবে গণ্য করা হয়, ১০১-২০০ একিউআই-কে 'মাঝারি' গুণমান হিসেবে ধার্য করা হয়, ২০১-৩০০ একিউআই-কে 'খারাপ' বলা হয়ে থাকে, ৩০১-৪০০ একিউআই-কে 'খুব খারাপ' পর্যায়ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং ৪০১-৫০০ কে 'গুরুতর' বলে বিবেচনা করা হয়।
