kolkata

2 hours ago

Kalpataru-Utsav: পালিত হচ্ছে কল্পতরু উৎসব, কাশীপুর ও দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল

Kalpataru-Utsav
Kalpataru-Utsav

 

কলকাতা, ১ জানুয়ারি : প্রতি বছরের মতো এই বছরেও পয়লা জানুয়ারি পালিত হচ্ছে কল্পতরু উত্‍সব। মনে করা হয়, মহাপ্রয়াণের কয়েক দিন আগে কাশীপুর উদ্যানবাটীতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব। নিজের ভক্তদের সব মনোবাঞ্ছা তিনি পূরণ করেছিলেন এই দিনে। কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটী ও দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল নামে। শ্রীরামকৃষ্ণদেব, সারদা মা ও স্বামী বিবেকানন্দর ভক্তরা এই বিশেষ দিনটি কল্পতরু দিবস হিসেবে পালন করে থাকেন। কাশীপুর উদ্যানবাটী, দক্ষিণেশ্বর কালীবাড়ি এবং বেলুড় মঠে প্রতি বছর ১ জানুয়ারি অগণিত ভক্তের ভিড় উপচে পড়ে। এই বিশেষ দিনে রামকৃষ্ণদেবকে স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নতুন বছর শুরু করেন বহু মানুষ।

এই বছরও প্রতি বছরের মতোই কল্পতরু উত্‍সব পালন করতে অসংখ্য মানুষের সমাগম ঘটেছে দক্ষিণেশ্বরের কালী মন্দির, বেলুড় মঠ ও কাশীপুর উদ্যান বাটীতে। এদিন সকাল থেকে কল্পতরু উপলক্ষ্যে কাশীপুরে রামকৃষ্ণ মহাশ্মশান, দক্ষিণেশ্বর, বেলুড়মঠ, কামারপুকুর, আদ্যাপীঠ-সহ বিভিন্ন ধর্মীয় স্থানে চলছে নানা অনুষ্ঠান। সকাল থেকেই এই সব জায়গায় মানুষের ভিড় যেন উপচে পড়ছে।

You might also like!