
উজ্জয়িনী, ২৩ ডিসেম্বর : সোমবার রাতে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা জ্যোতির্লিঙ্গ ভগবান মহাকালেশ্বর মন্দিরে শয়ন আরতি দর্শন করেন| পূজার্চনা করেন পুরোহিত জিতেন্দ্র গুরু। দর্শনের পর মন্দির কমিটির প্রশাসক এবং অতিরিক্ত কালেক্টর জগৎ প্রকাশ নাড্ডাকে স্বাগত জানান। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং বিজেপির জাতীয় সভাপতি জে.পি. নাড্ডা মঙ্গলবারও মধ্যপ্রদেশ সফরে রয়েছেন।
