Breaking News
 
Globe Soccer Awards :রোনালদোকে আদর্শ মেনেই নিজের পথ চলা! গ্লোব সকারের মঞ্চে ইয়ামালের মন্তব্যে মুগ্ধ ফুটবল বিশ্ব, ভাইরাল রোনালদোর প্রতিক্রিয়া Khaleda Zia Death :‘২০১৫-র সেই সৌজন্য সাক্ষাৎ আজও উজ্জ্বল’—খালেদা জিয়াকে স্মরণ করে মোদীর আবেগঘন বার্তা, শোকজ্ঞাপন মমতারও Amit Shah: মতুয়াদের নাগরিকত্বে থাবা বসাতে পারবে না কেউ! শাহের বিস্ফোরক আশ্বাসে কি কাটবে ‘শরণার্থী’দের দীর্ঘদিনের আতঙ্ক? Amit Shah: আগাম নির্বাচনের দামামা? ‘এপ্রিলে ভোট’—অমিত শাহের এমন দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি, কোন ম্যাজিকে ক্ষমতা দখল? Amit Shah:দিলীপের ঠাঁই নেই শাহের বৈঠকে! বঙ্গ বিজেপির অন্তর্কলহ এবার প্রকাশ্যে—বিস্ফোরণের অপেক্ষায় গেরুয়া শিবির TMC:নির্বাচনী বৈতরণী পার করতে কো-অর্ডিনেটরদের ওপর ভরসা! ২৯৪ আসনে সৈনিক সাজাল তৃণমূল কংগ্রেস

 

kolkata

2 hours ago

Durga Angan foundation ceremony: নিউটাউনে ‘দুর্গা অঙ্গন’-এর শিলান্যাস, সাংস্কৃতিক সন্ধ্যায় ইমন-নচিকেতাদের ঘিরে মুখ্যমন্ত্রীর প্রশংসা

Iman Chakraborty Performs Despite Illness, Mamata Applauds
Iman Chakraborty Performs Despite Illness, Mamata Applauds

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নিউটাউনে গড়ে উঠতে চলেছে ‘দুর্গা অঙ্গন’। সোমবার নিউটাউন বাসস্ট্যান্ডের উল্টো দিকে অ্যাকশন এরিয়া–১-এ প্রায় ১৭ একরেরও বেশি জমিতে এই প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃশক্তির আরাধনাকে কেন্দ্র করে শিলান্যাসের অনুষ্ঠান পরিণত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায়। অনুষ্ঠানের শুরুতেই নৃত্যকলার মাধ্যমে মাতৃবন্দনা পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়। সংগীত পরিবেশনে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী ও ইমন চক্রবর্তী। ভক্তিগীতি ও স্তোত্র পাঠে অনুষ্ঠানে আধ্যাত্মিক আবহ তৈরি করেন ইমন চক্রবর্তী।

গুরুতর অসুস্থতা সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দেন ইমন। গায়ে জ্বর নিয়েই তিনি মঞ্চে গেয়ে শোনান ‘আইগিরি নন্দিনী…’। শিল্পীর এই নিষ্ঠা ও পরিবেশনা দেখে মুগ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই তিনি বলেন, “ওঁর জ্বর হয়েছে, তা সত্ত্বেও জ্বরের মধ্যে যেভাবে মা দুর্গা এবং ‘নমঃ শিবায়’ স্তোত্র পাঠ করলেন, তা গায়ে কাঁটা দেওয়ার মতো।” সম্প্রতি ‘উন্নয়নের পাঁচালী’ গেয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। এবার ‘দুর্গা অঙ্গন’-এর শিলান্যাসের অনুষ্ঠানে খোদ মুখ্যমন্ত্রীর প্রশংসা কুড়োলেন। কানাঘুষো, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে টিকিট পেতে পারেন গায়িকা। যদিও জল্পনার মাঝে ইমন জানিয়েছিলেন, “রাজনীতিতে যোগ দিলে নিজেই জানাব সকলকে।” তবে গুঞ্জন কিন্তু থামেনি। বর্তমানে কৌতূহলীদের ‘পাখির চোখ’ বিধানসভা ভোটের প্রার্থী তালিকার দিকে।

অনুষ্ঠানে উপস্থিত নচিকেতা চক্রবর্তীর শারীরিক অবস্থার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “নচির শরীর খারাপ। কদিন আগেই খুব অসুস্থ ছিল। তবুও প্রাণের টানে ছুটে এসেছে। এখনও গাইতে চায়, কিন্তু আমি বলেছি আরও কিছুদিন বিশ্রাম নাও।” উল্লেখ্য, সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন নচিকেতা। এদিন বাবুল সুপ্রিয় পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত ‘মোরে আরও আরও দাও প্রাণ’। মুখ্যমন্ত্রীর কথা ও সুরে রচিত ‘দুর্গাপুজোর গান’ পরিবেশন করেন ইন্দ্রনীল সেন। ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনাও বিশেষভাবে প্রশংসিত হয়। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক সন্ধ্যাটি সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত সকল শিল্পীকে আলাদাভাবে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। 


You might also like!