
কলকাতা, ২২ ডিসেম্বর : আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এখনই কনকনে ঠান্ডা পড়বে না। বরং কুয়াশা কমলে তাপমাত্রা খানিকটা বাড়বে। পরবর্তী কয়েক দিন তাপমাত্রায় বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। বড়দিনের সময় ফের তাপমাত্রা কমে যেতে পারে। তার পর থেকে ধীরে ধীরে পারদপতন শুরু হবে। বড়দিন থেকে বর্ষশেষ পর্যন্ত কিছুটা কম থাকতে পারে তাপমাত্রা। তবে সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতের তাপমাত্রায় কিছুটা পারদ পতন হবে। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা কিছুটা নামার পাশাপাশি দক্ষিণবঙ্গে কিছু জেলায় কুয়াশার সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।
আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে শীতের আমেজ থাকছেই। দার্জিলিং সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়ছে।
