
কলকাতা, ১ জানুয়ারি : হাওয়া অফিস জানাচ্ছে, উত্তুরে হাওয়ার পথে এই মুহূর্তে কোনও বাধা নেই। ফলে রাজ্য জু়ড়ে অবাধে তা প্রবেশ করছে। তার প্রভাবেই শীত বাড়ছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বা়ড়তে পারে। নতুন বছর থেকেই পারদ চড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি। ১ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, নতুন বছর থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট বাড়বে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দিনের তাপমাত্রাই ঊর্ধ্বমুখী হবে।
উত্তরবঙ্গেও বৃহস্পতিবার কুয়াশার সম্ভাবনা। কোচবিহার, জলপাইগুড়ির মতো জায়গায় বিকেলের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে যাচ্ছে। আগামী কয়েকদিন দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে কুয়াশার দাপট থাকবে। কমবে দৃশ্যমানতাও। পাশাপাশি কয়েকদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়েও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
