Breaking News
 
Parno Mittra: বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক রদবদল, তৃণমূলে যোগ অভিনেত্রী পার্ণোর India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’

 

Horoscope

2 hours ago

Today Horoscope: আজ কেমন কাটবে আপনার দিন? আর্থিক সতর্কতা থেকে সাফল্যের ইঙ্গিত—জেনে নিন ১২ রাশির রাশিফল

Today Horoscope
Today Horoscope

 

মেষ রাশি: অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। আর্থিক দিক থেকে সাবধানে থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। মানসিক শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। 

বৃষ রাশি: আজ যশ ও খ্যাতি বাড়বে বৃষ রাশির জাতকদের। কিন্তু এর জন্য নিজের ভারসাম্য হারালে চলবে না। অপ্রয়োজনীয় চিন্তা মাথায় ভিড় করতে পারে। প্রতিরক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে।

মিথুন রাশি: নিজেকে নিয়ন্ত্রণ করুন। ধৈর্য ধরলে ফল পাবেন। পেশাগত জীবনে উন্নতির সুযোগ রয়েছে, বিশেষ করে যারা গণমাধ্যমের সঙ্গে জড়িত। পারিবারিক জীবনে কিছুটা চাপ অনুভব হতে পারে। 

কর্কট রাশি: কর্কট রাশির জাতকরা অনেক পরিশ্রম করলেও তা ফলপ্রসু হবেনা। সবাইকে একত্র করে উজ্জীবিত করার দায়িত্ব আপনার কাঁধে আসবে। কিছু ভুল, ভ্রান্তি, অসাবধানতার কারণে বড় ক্ষতি হতে পারে। আপনার আত্ম-সমালোচনা করার প্রয়োজন। দাম্পত্য মধুর হবে, প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন।

সিংহ রাশি: আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারেন। আর্থিক ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে ভাবনাচিন্তা করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল।

কন্যা রাশি: পেটের সমস্যায় আজ কাবু হতে পারেন কন্যা রাশির জাতকরা। সংগীত ও নৃত্যকলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন। ছোটখাটো ভ্রমণ হতে পারে। এর ফলে আপনার মানসিক ক্লান্তি মিটবে। গুরুজনের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। বাড়িতে বন্ধু সমাগম হতে পারে।

তুলা রাশি: কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কাজের দায়িত্ব বাড়বে। সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে। আর্থিক দিক থেকে দিনটি শুভ। প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে।

বৃশ্চিক রাশি: বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা কাজে লাগিয়ে জটিল সমস্যার সমাধান করবেন। কাজ থেকে বিরতি নিয়ে আজ অন্যদিকে মন দিন। কাছের কারও আপনার সাহায্যের প্রয়োজন। তাঁর দিকে সাহায্যের হাত বাড়ান। ব্যবসা ভালো যাবে। চাকরিজীবীদের কর্মস্থানে কিছু গোলযোগ আসতে পারে।

ধনু রাশি: উচ্চশিক্ষা বা ভ্রমণের পরিকল্পনা থাকলে তা সফল হতে পারে। আজ আপনার ভাগ্য আপনার সহায় থাকবে। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।

মকর রাশি: নিজের কেরিয়ারে বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। গুরুত্বপূর্ণ বিষয়ে দেরি না করে উপযুক্ত সিদ্ধান্ত তৎক্ষণাৎ নেওয়া উচিত হবে। অগ্নিজাত বা ইলেকট্রিক্যাল কোনও জিনিস থেকে আপনি বিপাকে পড়তে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে। প্রতিবেশীর কারণে সমস্যায় পড়তে পারেন।

কুম্ভ রাশি: আজ সব কাজে সাবধানে পদক্ষেপ করুন, না হলে প্রতিকূলতা আসতে পারে। আজ বাসস্থান পরিবর্তন করার সম্ভাবনা আছে। নিজের জমি-জায়গার ওপর সজাগ দৃষ্টি রাখুন। না হলে অন্য কেউ দখল কলে নিতে পারে। কর্মসূত্রে ভ্রমণ হতে পারে। পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে।

মীন রাশি: আর্থিক দিক থেকে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। সঞ্চয়ের চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতানৈক্য ঘটতে পারে। মানসিক অস্থিরতায় ভুগবেন।

You might also like!