
কলকাতা, ১ জানুয়ারি : ২০২৫ সালের শুরুতেই বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। যেখানে জায়গা পেয়েছেন ভারতের রোহিত শর্মা। এছাড়া আছেন বিরাট কোহলিও, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড থেকে আছেন তিনজন করে। ওয়েস্ট ইন্ডিজের দুজন ও দক্ষিণ আফ্রিকা থেকে জায়গা পেয়েছেন একজন ক্রিকেটার।
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক, ভারত), ম্যাথিউ ব্রিটজকে (দক্ষিণ আফ্রিকা), বিরাট কোহলি (ভারত), জো রুট (ইংল্যান্ড), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), আদিল রশিদ (ইংল্যান্ড), জোফরা আর্চার (ইংল্যান্ড), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড) ও জেইডেন সিলস (ওয়েস্ট ইন্ডিজ)।
