Country

2 hours ago

Jaipur Violence: জয়পুরের ইমাম চকে অবৈধ দখল উচ্ছেদ প্রশাসনের

The demolition was being carried out amid heavy police deployment
The demolition was being carried out amid heavy police deployment

 

জয়পুর, ২ জানুয়ারি : রাজস্থানের জয়পুরের ইমাম চকে অবৈধ দখল উচ্ছেদ করলো স্থানীয় প্রশাসন। শুক্রবার সকালে স্থানীয় প্রশাসন ইমাম চক এলাকায় নির্মিত অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য পদক্ষেপ নয়। বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ দখল। মোতায়েন করা হয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী।

চোমু থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) প্রদীপ শর্মা বলেন, "যারা ভুল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা পৌর কাউন্সিলের সঙ্গে আছি। পৌর কাউন্সিল অবৈধ দখল চিহ্নিত করেছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।" জয়পুর পশ্চিমের এডিসিপি রাজেশ গুপ্তা বলেন, "পুরসভা ব্যবস্থা নিচ্ছে। অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে। অবৈধ দখল অপসারণ করা হচ্ছে। তারা ১৯-২০টি নোটিশ জারি করেছে এবং সবগুলো অপসারণের জন্য তারা ব্যবস্থা নিচ্ছে। কয়েকদিন আগে যারা ঝামেলা সৃষ্টি করেছিল তাদের অবৈধ দখলও ভেঙে ফেলা হচ্ছে।"

You might also like!