
ম্যানচেস্টার, ২ জানুয়ারি : নতুন বছরের প্রথম দিনই থেমে গেল পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটির জয়রথ। সান্ডারল্যান্ডের মাঠে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। সিটি ড্র করল সান্ডারল্যান্ডের সঙ্গে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট জয়ের পর পয়েন্ট হারাল ম্যানচেস্টারের দলটি। লিগ টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে আনার সুযোগও হারাল তারা। ১৯ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। সমান ম্যাচে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।আআ ৭ জয় ও ৮ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে সান্ডারল্যান্ড।
