
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বরাবরই বড়দিন মানেই ক্যাটরিনা কাইফের জীবনে বিশেষ মুহূর্ত। বছরের এই উৎসবকে ঘিরে তাঁর অন্দরমহলের সাজসজ্জা, পারিবারিক উষ্ণতা আর নীরব আনন্দের ঝলক দেখার অপেক্ষায় থাকেন অনুরাগীরা। তবে এবছর বড়দিনের রং আরও আলাদা। কারণ, এই প্রথমবার মা হিসেবে উৎসব উদযাপন করলেন ক্যাটরিনা।
গত নভেম্বরেই ভিকি কৌশলের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন অভিনেত্রী। মাতৃত্ব স্বাভাবিকভাবেই তাঁর জীবনের অগ্রাধিকার বদলে দিয়েছে। কাজের ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নিয়ে পুরোপুরি সন্তানের যত্নে মন দিয়েছেন তিনি। তাই দীর্ঘ প্রায় দু’মাস ক্যাটরিনাকে দেখা যায়নি নেট দুনিয়ায়। তবে বড়দিনের দিনই সেই নীরবতা ভাঙলেন অভিনেত্রী।
মাতৃত্বের পর প্রথম পোস্টেই বড়দিনের শুভেচ্ছা জানিয়ে নিজের পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নিলেন ক্যাটরিনা। ছবিতে দেখা যায়, স্বামী ভিকি কৌশল, দেওর সানি কৌশল এবং দাদা সেবাস্টিয়ানের সঙ্গে ঘরোয়া পরিবেশে ক্রিসমাস উদযাপন করছেন তিনি। মা হওয়ার পর কেমনভাবে দিন কাটছে ক্যাটরিনার? দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরাও। অবশেষে বড়দিনের রাতে সেই ঝলক তুলে ধরলেন তিনি। ক্রিসমাস থিমের সঙ্গে মিলিয়ে একমাত্র ক্যাটরিনাই লাল রঙের পোশাকে সেজেছিলেন। মুখে চওড়া হাসি নিয়ে ভিকির ক্যামেরায় পোজ দিলেন অভিনেত্রী। ক্যাপশনে উল্লেখ করেন,, ‘সকলের জন্য আনন্দ এবং শান্তি কামনা করছি। শুভ বড়দিন!’
প্রসঙ্গত, ৭ই নভেম্বর ক্যাটরিনার কোল আলো করে জন্ম নিয়েছেন তাঁদের পুত্রসন্তান। কৌশল পরিবারে এখন খুশির হাওয়া। ভিকি কৌশলও কাজের ফাঁকে সম্পূর্ণরূপে পিতৃত্ব উপভোগ করছেন। এমনকি সন্তানের ন্যাপি বদলানো থেকে শুরু করে দৈনন্দিন যত্নে সক্রিয় ভূমিকা নিচ্ছেন বলেও তিনি আগেই জানিয়েছেন। তবে সোশাল মিডিয়ায় ফিরে এলেও সন্তানের মুখ প্রকাশ করেননি ক্যাটরিনা। মাতৃত্বের এই একান্ত অধ্যায়টিকে আপাতত ব্যক্তিগত রাখতেই চেয়েছেন তিনি।
