Breaking News
 
Parno Mittra: বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক রদবদল, তৃণমূলে যোগ অভিনেত্রী পার্ণোর India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’

 

Entertainment

2 hours ago

Vidyut Jammwal: মঞ্চে আগুনের খেলা, গরম মোম মুখে ঢেলে স্টান্ট—বিদ্যুৎ জামওয়ালের ভিডিওতে তোলপাড় নেটদুনিয়া

Vidyut Jammwal
Vidyut Jammwal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মঞ্চের চারপাশে তখন দর্শকের ভিড়। চোখ ফেরানো দায়। সকলেই মন দিয়ে উপভোগ করছেন অনুষ্ঠান। ঠিক সেই সময় দু’হাতে জ্বলন্ত মোম নিয়ে একের পর এক কসরত দেখাতে শুরু করেন বিদ্যুৎ জামওয়াল। আচমকাই এমন এক মুহূর্ত আসে, যা দেখে থমকে যান উপস্থিত দর্শকরা—গরম মোম নিজের মুখে ঢেলে দেন অভিনেতা। যন্ত্রণা যে হচ্ছিল, তা তাঁর অভিব্যক্তিতেই স্পষ্ট। তবু মুহূর্তের জন্যও থেমে যাননি তিনি। বরং পারফর্ম্যান্স চালিয়ে যাওয়াই যেন ছিল একমাত্র লক্ষ্য।  এই দৃশ্য দেখে বিস্মিত হন অনুষ্ঠানে উপস্থিত সকলেই। পরে নিজেই সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন বিদ্যুৎ। আর তা প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। টাইমলাইনে ঘুরতে থাকে ভিডিওটি, শুরু হয় আলোচনা। 

ভিডিওর সঙ্গে বিদ্যুৎ লেখেন, “কালারি প্রয়াত্তু এবং যোগচর্চাকে সম্মান জানাই। এগুলি আমাদের আরও শক্তিশালী করে তোলে। গরম মোম গায়ে ঢালার মধ্যে যেন যোদ্ধার শক্তি লুকিয়ে।” অভিনেতার এই ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছেন তাঁর সহ অভিনেত্রী আদা শর্মা। তিনি কমেন্ট বক্সে লেখেন, “শুধু মঞ্চ নয়, নিজের গায়েও আগুন লাগিয়ে দিলে!” 

নেটিজেনদের প্রতিক্রিয়া যদিও দুই ভাগে বিভক্ত। একদল প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেতাকে, কেউ কেউ তাঁকে ‘মহান’ বলেও অভিহিত করেছেন। আবার অনেকেই এই ধরনের স্টান্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রকাশ্য মঞ্চে এমন কাজ ভুল বার্তা দিতে পারে সাধারণ মানুষের কাছে। এই বিতর্কে যদিও কোনও প্রতিক্রিয়া দেননি বিদ্যুৎ। কারণ, নিজের কাজ দিয়েই কথা বলতে অভ্যস্ত তিনি। অভিনয় হোক বা অ্যাকশন—সব ক্ষেত্রেই আগুন জ্বালাতে সিদ্ধহস্ত। এরই মধ্যে হলিউডে পা রেখে ‘স্ট্রিট ফাইটার’-এর জনপ্রিয় চরিত্র ধালসিম হিসেবে তাঁর প্রথম লুক ঘিরেও চর্চা তুঙ্গে। তার মাঝেই এই স্টান্ট নতুন করে এহেন আলোচনার আগুনে ঘি ঢালল। 


You might also like!