
কলকাতা, ২৩ ডিসেম্বর : হাওয়া অফিসের পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে ঘন কুয়াশা দেখা যাবে। বিশেষ করে পশ্চিমের জেলা যেমন পশ্চিম বর্ধমান ও বীরভূমে কুয়াশার প্রভাব বেশি থাকবে। কলকাতা-সহ অন্য জেলাগুলিতেও সকালের দৃশ্যমানতা কমতে পারে। কুয়াশার কারণে দিনের তাপমাত্রা কিছুটা নামতে পারে বলে জানানো হয়েছে। আপাতত রাজ্যজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী এক সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই। আকাশ থাকবে মূলত পরিষ্কার। তবে গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা লক্ষণীয়ভাবে কমেছে। রাতের পাশাপাশি সকালেও কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। ঠান্ডা হাওয়ার সঙ্গে বাতাসে শিরশিরানিও বাড়ছে, যা শীতের অনুভূতিকে আরও জোরালো করছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এরপর দু’দিনের জন্য রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও আগামী ২-৩ দিন একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ২৫ ডিসেম্বরের পর থেকেই ফের পারদ নামতে শুরু করবে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী এক সপ্তাহে আবহাওয়ার খুব একটা পরিবর্তন নেই। মালদা-সহ একাধিক জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে। ঘন কুয়াশার প্রভাবে শীতের আমেজ আরও জোরদার হয়েছে। আগামী কয়েকদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে।
