Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

Festival and celebrations

22 hours ago

Diwali 2025: মাটির প্রদীপ আর আলপনায় সাজুক এবারের দীপান্বিতা লক্ষ্মীপুজো, রইল ঘর সাজানোর সেরা পরামর্শ!

Dipanvitha Lakshmi Puja
Dipanvitha Lakshmi Puja

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীপাবলিতে বাংলায় হয় কালীপুজো, আর ভারতের বিভিন্ন প্রান্তে পালন করা হয় লক্ষ্মীপুজো। তবে অনেক বাঙালি পরিবারেও এই দিন দীপান্বিতা লক্ষ্মীপুজোর প্রচলন রয়েছে। এই পুজোয় অলক্ষীকে বিদায় জানিয়ে গৃহে লক্ষ্মীদেবীর আবাহন করা হয়, তাই ঘরদোর পরিচ্ছন্ন ও সজ্জিত রাখাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দীপাবলি মানেই আলোয় ভরা উৎসব, আর প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মাটির প্রদীপে ঘর সাজালে লক্ষ্মীদেবীর কৃপা লাভ হয়। কীভাবে এই পুজোয় ঘর সাজাবেন, সেই টিপস রইল আজকের প্রতিবেদনে।

১) ঘর সাজাতে মাটির প্রদীপ বা কৃত্রিম আলো একটা মূল অনুষঙ্গ। মাটির প্রদীপে এখন অনেক অপশন। প্লেন মাটির প্রদীপ যেমন হয়, নানারকম ডিজাইনার প্রদীপও বেরিয়েছে হাতে আঁকা। সেগুলো সাজিয়ে দিতে পারেন ঘরের কোনও একটা কোণায়।

২) পুজোর আসরে খড়ি মাটি দিয়ে সহজ আলপনা এঁকে তাতেও প্রদীপ ছড়িয়ে দিতে পারেন নকশার আদলে। দেখতে কিন্তু দারুণ লাগবে। বর্তমানে আবার রঙ্গোলির চল রয়েছে। তেমনভাবেও সাজাতে পারেন।

৩) প্রদীপ ঘরের কোনও একটা কোনায় রাখলে ভাল লাগবে। ধরুন, একটা কর্নার শুধু সাজালেন। বারোটা কি চব্বিশটা প্রদীপের সেট বসিয়ে ফুলের রঙ্গোলি করে দিলেন। কিংবা লক্ষ্মীপুজো মানেই বঙ্গবাড়ির অন্দরহমহল থেকে বারান্দাজুড়ে আলপনার বাহার। তার উপরও প্রদীপ সাজিয়ে দিতে পারেন।

৪) ঘরের ডাইনিং টেবিলে বা সেন্টার টেবিলেও ডিজাইনার মাটির প্রদীপ দিয়ে সাজাতে পারেন। কোনও বড় মূর্তি থাকলে, সেই মূর্তির চারধার দিয়েও আলো দিয়ে সাজান। তবে এই প্রদীপ জ্বালিয়ে রাখলে ঘরের রোজকার আলো বন্ধ করে রাখুন। দেখবেন মায়াবী এক পরিবেশ তৈরি হবে। আর তার সঙ্গে ঠাকুরঘর থেকে ভেসে আসা ধূপ-কর্পূরের গন্ধ যেন এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করবে।

৫) এছাড়া, মোমবাতিরও প্রচুর বৈচিত্র এখন। যার মধ্যে ফ্লোটিং ক্যান্ডেল অন্যতম। ড্রয়িং রুমের মাঝখানে বড় একটা এথনিক পটে ফুলের পাপড়ি ছড়িয়ে ফ্লোটিং ক্যান্ডেল বসিয়ে দিতে পারেন। এছাড়াও কিছু প্রদীপে তেলের বদলে মোম থাকে। যা দিয়ে ঘর সাজালে খুব সুন্দর লাগে। কৃত্রিম আলো বন্ধ করে দিন। ঘর মায়াবী হয়ে উঠবে।

You might also like!